২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঢাকায় দ্বিতীয় পর্ব শুরু কাল

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ঢাকায় দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথমে ঢাকা ও সিলেট পর্ব শেষে আবারো ঢাকায় ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ।

ছয় ম্যাচে চার জয় ও দুটি হারে আট পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে কুমিল্লা। ঢাকায় চারটি ম্যাচে দুটি করে জয় ও হারের স্বাদ নিয়েছিলো তারা। তবে সিলেটে দুটি ম্যাচে অংশ নিয়ে শতভাগ সাফল্য পায় কুমিল্লা।
সিলেটের মাটিতে কুমিল্লা প্রথম মুখোমুখি হয় সিলেট সিক্সার্সের। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে কুমিল্লার বোলাররা। তাই সিলেটকে ৬৮ রানেই গুটিয়ে দেয় কুমিল্লা। এরপর ৫৩ বল হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কুমিল্লা।

সিলেটের শুরুটা ভালো করার পর, পরের ম্যাচেও জ্বলে উঠে কুমিল্লা। অবশ্য ওই ম্যচে খুলনা টাইটান্স চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছিলো কুমিল্লাকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮১ রান করে খুলনা। ১৮২ রানের টার্গেটে দলকে ইনিংসের শুরুতে ব্যাট হাতে সাহস দিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১২টি চার ও একটি ছক্কায় ৪২ বলে ৭৩ রান করেন। ফলে দুই বল হাতে রেখে তিন উইকেটে ম্যাচ জিতে নেয় কুমিল্লা। তাই সিলেটে পাওয়া শতভাগ সাফল্য নিয়ে রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা।

ইতোমধ্যে লিগ পর্বে একবার দেখা করে ফেলেছে কুমিল্লা ও রাজশাহী। সেই লড়াইয়ে ৫ উইকেটে জয় পায় কুমিল্লা। ম্যাচ মিরপুরের ভেন্যুতে হয়েছিল। তাই ফিরতি পর্বে কুমিল্লার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না রাজশাহী।

ছয় ম্যাচে তিন জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে রাজশাহী। ঢাকা পর্বে চার ম্যাচে দুটি জয় পেয়েছিলো তারা। সিলেটের মাটিতে দুই খেলায় একটি ম্যাচ জিতে রাজশাহী।

খুলনা টাইটান্সের কাছে ২৫ রানে হারে রাজশাহী। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৮ রান করে খুলনা। জবাবে ১০৩ রানেই গুটিয়ে যায় রাজশাহী। সিলেটে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাড়ায় রাজশাহী। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রান করেও দুর্দান্ত এক জয় পায় রাজশাহী। প্রতিপক্ষকে ৯ উইকেটে ১১৬ রানে আটকে দিয়ে ২০ রানে ম্যাচ জিতে রাজশাহী। তাই সিলেটে নিজেদের শেষ ম্যাচের জয়টি আত্মবিশ্বাসী করে রাখবে রাজশাহীকে।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল