২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বোলিং করবে বাংলাদেশ

-

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে'তে টস হেরেছে বাংলাদেশ। তাদের বোলিং করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ দুপুর ১টায় শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

পূর্ণশক্তি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইনজুরিতে থাকা দুই তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবাল দলে ফিরেছেন। সাকিব অবশ্য আগেই ফিরেছেন। টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়দের। তবে তামিমের আনুষ্ঠানিক ফেরাটা হচ্ছে আজ। এর আগে প্রস্তুতি ম্যাচে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়েছেন পুরোপুরি ফিট আছেন তিনি।

তামিম ফেরায় স্কোয়াড গঠন নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। কারণ দুর্দান্ত ফর্মে রয়েছে টপ-অর্ডার। তামিম ইকবাল ইনজুরি থেকে ফেরায় টপ-অর্ডারে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাসের মধ্য থেকে কাকে রেখে কাকে নিবে- তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে টিম ম্যানেজমেন্ট।

তবে বাংলাদেশের সম্ভাব্য একটি একাদশের তালিকা দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

বাংলাদেশের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মতুর্জা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement