২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইনিংস পরাজয় এড়াতে লড়ছে নিউজিল্যান্ড

দ্বিতীয় ইনিংসে আউট হয়ে ফিরছেন উইলিয়ামসন - ছবি : এএফপি

দুবাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ের শঙ্কায় রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে কিউইদের কোনঠাসা করে ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। সোমবার তৃতীয় দিন শেষে ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান। ইনিংস পরাজয় এড়াতে তাদের করতে হবে আরো ১৯৭ রান।

পাকিস্তানের প্রথম ইনিংসের ৫ উইকেটে ৪১৮ রানের জবাবে ইয়াসির শাহর ঘুর্নি জাদুতে মাত্র ৯০ রানে অলআউট হয় কেন উইলিয়ামসনের দল। ইয়াসির একই নেন ৮ উইকেট। এর জন্য তাকে খরচ করতে হয় ৪১ রান।

৩২৮ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে ফলোঅন করতে পাঠান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু ফলোঅন করতে নেমেও দিনের বাকি অংশটা ভালো কাটেনি তাদের। দিন শেষে ২ উইকেটে ১৩১ রান তুলেছে নিউজিল্যান্ড। এই উইকেট দুটিও নিয়েছেন ইয়াসির শাহ। জিট রাভাল ও কেন উইলিয়ামসন দুজনেই স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। দিন শেষে ক্রিজে আছেন রস টেইলর ৪৯ রান নিয়ে আর টম লাথাম ৪৪ রান নিয়ে।


আরো সংবাদ



premium cement