২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রথি-মহারথিদের পেছনে ফেলে শীর্ষে সাকিব

-

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বিশ্ব রেকর্ডের মালিক হয়ে গেলেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুত দুই শ' উইকেটের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তিন হাজার রানেও মালিক হলেন তিনি। নিজের ৫৪তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তার আগে দ্রুত ৫৫তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ইল্যান্ডের ইয়ান বোথাম। তাকে সরিয়ে এবার রেকর্ডের মালিক হলেন সাকিব।

দ্রুত তিন হাজার রান ও দুই শ' উইকেট শিকারে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কপিল দেব। নিজের ৭৩তম ম্যাচে তিন হাজার রানের পাশাপাশি ২শ উইকেট শিকারের মালিক হন কপিল।

দ্রুত তিন হাজার ও দুই শ' উইকেট শিকার করা শীর্ষ পাঁচ অলরাউন্ডার :

খেলোয়াড় ---------------------------- ম্যাচ

সাকিব আল হাসান (বাংলাদেশ) -------৫৪

ইয়ান বোথাম (ইংল্যান্ড) ---------------৫৫

কপিল দেব (ভারত) --------------------৭৩

ইমরান খান (পাকিস্তান) -----------------৭৫

রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) -----------৮৩


আরো সংবাদ



premium cement