০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ট্রিপল ট্রাবলে পাকিস্তান

-

দ্বিতীয় ইনিংসের সূচনাটা ভালোভাবেই করেছিল পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ ৪০ রানের জুটি গড়ে ফেলেছিলেন। কিন্তু এরপরই বাঁধে বিপত্তি। ১৩তম ওভারে সাজঘরে ফিরেন ইমাম। ২৭ রানে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেলের বলে সাজঘরে ফিরেন। পরের ওভারেই ইস সোধির জোড়া আঘাত হানেন। ফিরে যান হাফিজ ও হারিস সোহেল। দুই ওভারে ট্রিপল ট্রাবলে পড়ে পাকিস্তান।

এখন ক্রিজে আছেন আজহার আলি (১৪) ও আসাদ শফিক (২২)। দলের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। জয়ের জন্য প্রয়োজন আরো ৯৫ রান। হাতে আছে ৭ উইকেট।

এর আগে তৃতীয় দিন জয়ের জন্য পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৩৭ রান করেছে পাকিস্তান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৫৩ ও পাকিস্তান ২২৭ রান করে।

প্রথম ইনিংসে ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৬ রান করেছিল নিউজিল্যান্ড। ৯ উইকেট হাতে নিয়ে ১৮ রানে পিছিয়ে ছিলো কিউইরা। ম্যাচের তৃতীয় দিন হেনরি নিকোলস ও উইকেটরক্ষক বিজে ওয়াটলিং-এর জোড় হাফ-সেঞ্চুরির সাথে ওপেনার জিত রাভাল-অধিনায়ক কেন উইলিয়ামসনের ছোট-ছোট ইনিংসে ২৪৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে পাকিস্তানের সামনে ১৭৬ রানের টার্গেট দেয় কিউইরা।

নিউজিল্যান্ডের লিডকে বড় হতে দেননি পাকিস্তানের দুই বোলার হাসান আলি ও ইয়াসির শাহ। কিউইদের সবগুলো উইকেট দু’জন ভাগাভাগি করে নেন। পাঁচ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নেয়ার স্বাদ পান হাসান। তবে ৩১টেস্টের ক্যারিয়ারে ১৪তম ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মত পাঁচ উইকেট নিলেন ইয়াসির।

ব্যাট হাতে নিউজিল্যান্ডের পক্ষে ওয়াটলিং সর্বোচ্চ ৫৯ ও নিকোলস ৫৫ রান করেন। দলীয় ১০৮ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে ১১২ রান যোগ করেন ওয়াটলিং ও নিকোলস। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর দলকে বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছিলেন রাভাল ও উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে ৮৬ রান দলকে উপহার দেন রাভাল ও উইলিয়ামসন। রাভাল ৪৬ ও উইলিয়ামসন ৩৭ রান করে থামেন।

১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে দিনের শেষ ভাগে ৮ ওভার ব্যাট করেছে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল