২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে খেলা হবে না

পাকিস্তানে খেলা হবে না - ছবি : সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার সূচি রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশের মাটিতে টি-২০ সিরিজটি খেলার প্রস্তাব করেছিল। তবে নিরাপত্তা শংকার কারণে পিসিবির সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)।
এনজেডসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে নিউজহাবকে বলেন, ‘শেষ পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা বিষয়ক রিপোর্ট আমাদের মানতে হবে। নি:সন্দেহে পিসিবি হতাশ হয়েছে। আমি মনে করছি নিউজিল্যান্ডের মতো দল দিয়ে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে চেয়েছিল।’

‘সুতরাং তারা হতাশ হয়েছে। তবে তারা ভালো, তাদের সঙ্গে সত্যিই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের সিদ্ধান্ত তারা পুরোপুরি মেনে নেবে বলে আমি মনে করি।’

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলার পর থেকে পাকিস্তান তাদের অধিকাংশ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে খেলে আসছে। ২০১৫ সালে দুর্বল জিম্বাবুয়ে সিমিত ওভারের একটি সিরিজ খেলে সে অচলায়তন ভাঙ্গে। তথাপি সে সিরিজে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে একটি বোমা বিস্ফোরণ ঘটেছিল।
এ বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ দলও পাকিস্তানে একটি তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল তবে দলের তারকা খেলোযাড়রা বর্জন করেছিল।

সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড দল। তবে টিম হোটেলের কাছ আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যায় কিউইরা।
ওয়েস্ট ইন্ডিজ দলের সফরের সিদ্ধান্ত সম্পর্কে বার্কলে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সিদ্ধান্তের প্রক্রিয়া সম্পর্কে আমি কোন মন্তব্য করতে পারি না। হতে পারে সেখানে ভিন্ন কিছু ছিল। আমি শুধু বলতে পারি অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়।’

আরো পড়ুন :
নিউজিল্যান্ড সফরে দিবা-রাত্রির টেস্ট নিয়ে অনীহা বাংলাদেশের
আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে টাইগাররা। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিবা-রাত্রির একটি ম্যাচ খেলার অনুরোধ করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু দিবা-রাত্রির টেস্ট নিয়ে আপত্তি জানিয়েছে বিসিবি। এ ব্যাপারে এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘সেডন পার্কে প্রথম টেস্টটি আমরা দিবা-রাত্রির খেলতে চেয়েছিলাম। কিন্তু বিসিবি রাজি না হওয়ায় প্রথাগত টেস্টে খেলতে হবে আমাদের।’

২০১৬ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করেছিলো বাংলাদেশ। সেবার ওয়ানডে দিয়ে সফর শুরু করেছিলো টাইগাররা। আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরও ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করবে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে হবে সিরিজের প্রথম ওয়ানডে। ক্রাইস্টচার্চে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ডুনেডিনে। সেটি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের দু’টি টেস্ট হবে ৮ ও ১৬ মার্চ। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের ভেন্যুতে যথাক্রমে ওয়েলিংটংন ও ক্রাইস্টচার্চ। বাংলাদেশ ছাড়াও গ্রীস্মে নিজেদের মাটিতে শ্রীলংকা ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

সেটিও প্রকাশ করেছে নিউজিল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ খেলবে কিউইরা। ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে টেস্ট দিয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

২৩ জানুয়ারি নেপিয়ারে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে কিউইরা। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সূচি : তারিখ ম্যাচ ভেন্যু
১৩ ফেব্রুয়ারি, ২০১৯ প্রথম ওয়ানডে নেপিয়ার
১৬ ফেব্রুয়ারি, ২০১৯ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চ
২০ ফেব্রুয়ারি, ২০১৯ তৃতীয় ওয়ানডে ডুনেডিন
২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ২০১৯ প্রথম টেস্ট হ্যামিল্টন
৮ থেকে ১২ মার্চ , ২০১৯ দ্বিতীয় টেস্ট ওয়েলিংটন
১৬ থেকে ২০ মার্চ , ২০১৯ তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চ।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল