২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লঙ্কান বোলারদের তোপে বিপর্যস্ত দ. আফ্রিকা

ধনাঞ্জয়া
আকিলা ধনাঞ্জয়া - সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টে প্রথম ইনিংসে ৩৩৮ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের হাতে নাজেহাল দ. আফ্রিকা। ১১৯ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে তারা।

প্রোটিয়া শিবিরে তাণ্ডব চালাচ্ছেন দুই বোলার দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনাঞ্জয়া। দু'জনে তিনটি করে উইকেট শিকার করেছেন। একটি উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ।

আজ শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার ডেন এলগার। ধনাঞ্জয়ার বলে শূন্য হাতে ফিরেন তিনি। এরপর ধারাবাহিক উইকেটের পতন হয়।

তবে কিছু সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন ফাফ ডু প্লেসিস। অর্ধশত থেকে দুই রান দুরে থাকতেই পেরেরার ওভারে সাজঘরে ফিরে যান। এরপর পর পর দুই ওভারে আরো দুই উইকেটের পতন হয়। সাজঘরে ফিরেন বাভুমা ও মহারাজ।

 

আরো পড়ুন : আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের!

সাফ জানিয়ে দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, আগামী দুই বছর আইপিএল খেলা বন্ধ মোস্তাফিজের। এর কারণ প্রতিবারই আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরে আসেন এই কাটার মাস্টার। এরপর আর দেশের জন্য মাঠে নামা হয় না তার। তাই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার সাংবাদিকদের পাপন বলেন, 'আমি মোস্তাফিজকে বলে দিয়েছি, আগামী দুই বছর কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যেতে পারবা না।'

বারবার আইপিএল খেলতে গিয়ে মোস্তাফিজের ইনজুর হয়ে ফেরা প্রসঙ্গে ক্ষুব্ধ বিসিবি সভাপতি বলেন, 'সে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাবে আর প্রতিবার আহত হয়ে দেশে ফিরে আসবে এবং জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে না। তা হয় না। এভাবে আর চলতে দেয়া যায় না। সে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে আহত হবে আর বোর্ড তার রিহ্যাব ও চিকিৎসার দায়িত্ব পালন করবে এবং আবার সুস্থ্ হয়ে পরেরবার একই ঘটনা ঘটবে- তা মোটেই গ্রহনযোগ্য নয়। এভাবে চলতে পারে না। তাই তাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, আগামী দুই বছর তাকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেয়া হবে না।'

এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়ে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। ইনজুরি তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে ঠেলে দিয়েছে। তারপর এখনো জাতীয় দলকে সার্ভিস দিতে পারেননি কাটার মাষ্টার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েও ইনজুরিতে পড়েন তিনি।

 

আরো পড়ুন : টেস্টে আগ্রহী নন সাকিব-মোস্তাফিজ : পাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর জ্যামাইকায় পরের টেস্টে ১৬৬ রানে হার। এর মধ্যে আবার অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। কেন এই ভয়াবহ বিপর্যয়?

এই বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে কাটাছেঁড়া চলছে প্রতিনিয়ত। খোঁজা হচ্ছে পেছনের কারণ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান আজ যা বললেন, তা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া মতোই! দলের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার নাকি টেস্ট খেলতে চান না- সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’

ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলতে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিসিবি সভাপতির ভাষ্য, রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’

টেস্ট ভালো করতে নতুন দল তৈরি করা ছাড়া আপাতত উপায় দেখছেন না বোর্ড সভাপতি, ‘এখানে মানসিকতা না, টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি, টেস্টে একটি আলাদা সেটআপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দু-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটি করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয়জন তৈরি করতে হবে।’


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল