২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
এশিয়াকাপ

টস জিতেছে বাংলাদেশ

বাংলাদেশ নারী দল, ক্রিকেট,
বাংলাদেশ নারী দল - সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে টস জিতেছে বাংলাদেশের বাঘিনীরা। ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে সালমারা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়েছে।

ক্রিজে আছেন ওপেনার মিতালি রাজ ও স্মৃতি মন্দান। তিন ওভারে তাদের সংগ্রহ ৯ রান।

বাংলাদেশ স্কোয়াড : শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা ও রুমানা আহমেদ।

 

আরো পড়ুন : ভারতকে বাঘিনীদের হুঙ্কার

এশিয়া কাপের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছিল বাংলাদেশের বাঘিনীরা। এরপর চার ম্যাচে টানা জয়ে সরাসরি ফাইনালে সালমারা। আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে তারা। এর আগে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছিল তারা। টুর্নামেন্টের শেষ সাক্ষাতে সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চায় তারা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশের নারীরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে ভারতকে হারায় তারা এবং সেটি প্রথমবারের মতো। সেই ম্যাচেই ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।

চতুর্থ ম্যাচে তাদের সহজ প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। তাদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পায় বাঘিনীরা। পঞ্চম ম্যাচে তারা পেয়েছে মালয়েশিয়াকে। ৭০ রানের বিশাল ব্যবধানে তাদের হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে তারা।

আজ ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে তারা। জয়ের জন্য মরিয়া বাঘিনীরা আজ জয় ছিনিয়ে আনার জন্য প্রাণপনে চেষ্টা করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।


আরো সংবাদ



premium cement