০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


চমেকের ডাক্তার নার্সদের নোবেল পুরস্কার দেয়া উচিত : মেয়র নাছির

-

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এক হাজার ৩০০ শয্যার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন ওয়ার্ড ও আউটডোর মিলে ছয়-সাত হাজার রোগীকে সেবা দিতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়। যেসব ডাক্তার-নার্স এ সেবা দিচ্ছেন তাদের নোবেল পুরস্কার দেয়া উচিত। এখানে জনবল কাঠামোর তুলনায় চিকিৎসক, নার্স, কর্মীর সঙ্কট আছে।
গতকাল বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট ‘সিসিইউ-২’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে ও তাহের ব্রাদার্স লিমিটেডের আর্থিক সহায়তায় ১৫ শয্যাবিশিষ্ট করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-২ স্থাপন করা হয়েছে।
মেয়র বলেন, ধারণার ওপর নির্ভর করে সংবাদ পরিবেশন করা আমি মনে করি অস্বাভাবিক। এর দ্বারা মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। ডাক্তারদের ওপর চাপ সৃষ্টি হয়। যদি শতভাগ নিশ্চিত হন তবে একজন নির্দিষ্ট ডাক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা যায়।
তিনি বলেন, তাহের ব্রাদার্স সিসিইউ-২ ইউনিটে ১৫ শয্যা দিয়েছেন। চমেক হাসপাতাল রোগীকল্যাণ সমিতি অত্যন্ত নিবেদিত। সমিতির কার্যক্রম গতিশীল ও বেগবান করতে তৎপর। হতদরিদ্র থেকে মধ্যবিত্ত রোগীদের কল্যাণে কাজ করছে। উনারা তৎপর না থাকলে গরিবদের সেবা দেয়া সম্ভব হতো না। আমি এ শহরের আদিবাসী। এখন ৬৩ বছরে পদার্পণ করেছি। আগে রোগীকল্যাণ সমিতি ছিল নামে, এখন কাজে পাওয়া যায়।
চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগ ও রোগীকল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করে।
রোগীকল্যাণ সমিতির তথ্য, প্রকাশনা ও প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মুজিবুল হক খান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা: প্রবীর কুমার দাশ, ডা: বাসনা মুহুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রোগীকল্যাণ সমিতির সহসভাপতি ডা: তৈয়ব সিকদার, তাহের ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর, পরিচালক মুনতাসির মামুন, চমেক হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা।
তাহের ব্রাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন আবুল বশর বলেন, সরকারি অনুদানের সাথে এ জনপদের বিত্তশালীদের অনুদান যোগ হলে চমেক হাসপাতালের পরিবেশ, চিকিৎসাসেবা উন্নত হবে। রোগীরা বেশি সেবা পাবে।
বক্তারা বলেন, রোগীবান্ধব হাসপাতাল হিসেবে চমেক হাসপাতালকে গড়ে তুলতে হবে। সিসিইউতে আগে ১৬টি শয্যা ছিল। প্রচুর চাহিদা রয়েছে। আরো ১০০ শয্যা হলেও চাহিদা অপূরণীয় থেকে যাবে।
অনুষ্ঠানে মেয়র সিসিইউতে আরেকটি শয্যা অনুদানের ঘোষণা দেন। শেষে রোগী কল্যাণ সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন মেয়র।


আরো সংবাদ



premium cement
জয়পুরহাট ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার আহ্বান ম্যাক্রোঁর গাজীপুরে পাওনা আদায়ের দাবিতে শ্রমিকদের অবস্থান লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত ঢাকায় এবার কোরবানির পশুর হাট ২২টি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় : যুক্তরাষ্ট্র নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি, বৃষ্টি থাকতে পারে ৭ দিন অভিনব কায়দায় বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারকালে একজন গ্রেফতার

সকল