২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


এবার ওয়েব সিরিজে আইরিন

আইরিন -

ওয়েব সিরিজে কাজ করার প্রতি আগ্রহ বাড়ছে তারকাদের। একের পর এক তারকারা নিজেদের যুক্ত করছেন ওয়েব সিরিজে। কারণ বিশ্বব্যাপী ওয়েব সিরিজ দেখার প্রতিও দর্শকের আগ্রহ বাড়ছে দিন দিন। তারকাদের ওয়েব সিরিজে কাজ করার ধারাবাহিকতায় এবার ওয়েব সিরিজে যুক্ত হলেন চিত্রনায়িকা আইরিন।

অনন্য মামুনের নির্দেশনায় ‘পার্টনার’ ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। নির্মাতা অনন্য মামুন জানান, পার্টনার নামক নতুন আরেকটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। তবে সিডিউল এখনো চূড়ান্ত করিনি। এই মুহূর্তে আইরিন আছেন যশোরে। সেখানে তিনি তার বাবা মো: মতিয়ার রহমানের একটি ব্যক্তিগত কাজে সহযোগিতা করতে গিয়েছেন। ফিরবেন দুই-তিন দিন পর।

মুঠোফোনে আইরিন বলেন, ‘এবারই প্রথম আমি ওয়েব সিরিজে কাজ করছি। এর আগে বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পেলেও ব্যাটে বলে মিলেনি বিধায় কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু পার্টনার-এ শেষ পর্যন্ত কাজ করা হচ্ছে। অনন্য মামুনের কাজের প্রতি আমার আস্থা আছে। কারণ তার নির্দেশনায় আমি ‘আহারে জীবন’ নামের একটি সিনেমাতে অভিনয় করছি। সেই আস্থা থেকেই মামুন ভাইয়ের নির্দেশনায় ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’

এ দিকে আইরিন এরই মধ্যে দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় ‘আকাশ মহল’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। শুটিং চলছে কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ সিনেমার। এতে তার সহশিল্পী হিসেবে আছেন চম্পা, ফেরদৌস, মিলন, পপি, ওবিদ, মিনুসহ আরো অনেকে।

নিজের অভিনীত ভালোলাগার বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির প্রতীক্ষায় আছেন চিত্রনায়িকা আইরিন। চলচ্চিত্রগুলো হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও অনন্য মামুনের ‘আহারে জীবন’।

আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘টাইম মেশিন’, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘শেষ কথা’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ ও আকাশ আচার্য্যর ‘মায়াবিনী’।


আরো সংবাদ



premium cement