৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশের পানিসীমায় ২৪ শ্রীলঙ্কান জেলে আটক

বাংলাদেশের পানিসীমায় ২৪ শ্রীলঙ্কান জেলে আটক - ছবি: ইউএনবি

বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় বঙ্গোপসাগরে ২৪ শ্রীলঙ্কান জেলেকে আটক করেছে নৌবাহিনী। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (বন্দর জোন) মো. আরেফিন জুয়েল জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে নৌবাহিনীর একটি দল ভোরে ঘটনাস্থলে যায়। পরে চারটি ফিশিং বোটসহ টি মানজুলা ডি সিলভা, কে জানাত, জিহান, টি পেসান্না, পি আনতুনি, নিমেষ, ডিনেশ ডামিরা, সামন্তকুমার, লর্ড জান্দিমার, টি নিরোশন, ডি মানচ, ডিনেশ লাসাংতে, প্রদীপ, লীসান্তাজায়া, সামন কুমার, গায়ান, আরপি ডিপপি, নিশান, নিদুশান, ওয়াচিরে, জুসান্ত কুমার, উদয় কুমার, দানুকা প্রভা ও দিপাল কুমারকে আটক করা হয়।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস আইন ও বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে নৌবাহিনীর সদস্যরা ২৪ শ্রীলঙ্কান জেলেকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


আরো সংবাদ



premium cement