০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ - নয়া দিগন্ত

ফেনীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুইজনের নাম আসাদ ও এনামুল হক আকন্দ।

র‌্যাব জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব।

কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঁঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পৌঁছলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়। সেখান থেকে তাদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি ও ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে। নিহত দুইজনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

র‌্যাব-৭ এর ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

ফেনী জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ সাহাব উল্লাহ রিটু জানান, র‌্যাব সদস্যরা মঙ্গলবার দিনগত রাত ১ টায় দু’টি মরদেহ নিয়ে আসলে লাশগুলো মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের নিপীড়িতরাই বিজয়ী হ‌বে : রিজভী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে ও ডিইউজে নেতারা হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি

সকল