০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


লোহাগাড়ায় ৮০ শতাংশ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ

লোহাগাড়ায় ৮০ শতাংশ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ - নয়া দিগন্ত

লোহাগাড়ার ৯ ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রে আসতে দেয়া হচ্ছে না ভোটারদের। সকাল সাড়ে সাতটায় কেন্দ্রের সামনে ফাঁকা গুলিবর্ষণ করে ও লাঠি হাতে ভোটারদের ধাওয়া করার ঘটনা ঘটেছে। এসব কাজে নৌকার সমর্থকদের সাথে পুলিশকেও ভূমিকা রাখতে দেখা যায়।

ভোটাররা অভিযোগ করেছেন, নৌকার সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘গতরাতেই তোমাদের ভোট দেয়া হয়ে গেছে। তোমরা এখন বাড়ি ফিরে যাও।’

এদিকে বাধার মুখেও কিছু ভোটার লাইনে যেতে চাইলে তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। চুনতী ইউনিয়নের নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকদের হামলায় তাওহিদুল ইসলাম ও মকছুদুর রহমান নামে দুইজন ধানের শীষের এজেন্ট আহত হয়েছেন। কলাউজান ইউনিয়নের ইয়াকুব বজল বিদ্যালয় ও গৌর সুন্দর বিদ্যালয় কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ছাড়া লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতী, আমিরাবাদ, কলাউজানসহ বিভিন্ন কেন্দ্রে একই ধরনের চিত্র বিরাজ করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর কর্মকর্তা, বিজিবির কর্মকর্তাদের সহযেগিতা চাইলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর চিফ এজেন্ট জাফর সাদেক।


আরো সংবাদ



premium cement
ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’

সকল