০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নৌকা সমর্থকদের হামলায় জাতীয় পার্টির ১০ নেতাকর্মী আহত

-

বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকী ফেরীঘাট এলাকায় নৌকা সমর্থকদের হামলায় জাতীয় পার্টির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে বাইনচটকী ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন হদয়, শুভ, লালচাঁদ, সবুজ রাসেল খান ও নাসরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা-২ বেতাগী-পাথরঘাটা-বামনা সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্জ মিজানুর রহমানের সমর্থনে নেতাকর্মীরা প্রচারণার জন্য পাথরঘাটার উদ্দেশ্যে রওয়ানা হন। বিকেলে বরইতলা থেকে ফেরিতে বাইনচটকী এলাকায় পৌঁছালে নৌকার সমর্থিতরা অতর্কিত তাদের গাড়ি বহরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাঁধা দিতে চেষ্টা করলে নৌকা সমর্থিতরা লাঠিসোটা নিয়ে জাতীয় পার্টির সমর্থকের উপর হামলা চালায়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং নৌকা সমর্থিতদের তোপের মুখে জাতীয় পার্টির নেতাকর্মীরা ফেরিতে দ্রুত নদীর পার হয়ে বরগুনার বরইতলা ফিরে আসে।

বরগুনা জেনারেল হাসাপতালের চিকিৎসক ডা. হাবিবুর রহমান বলেন, হৃদয়ের মাথায় ভারি কোনো বস্তুর আঘাত লেগেছে। এছাড়াও শুভর নাকে ও লালচাঁদের কানে আঘাত পেয়েছে। আমরা যথাযথ চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা নিচ্ছি।

বরগুনা-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান বলেন, পরিকল্পিতভাবে নৌকার মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের সর্মথকরা আমার লোকের উপর হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার দাবি করছি। নির্বাচনী পরিবেশ অসহিষ্ণু করে তুললে কারো জন্য মঙ্গলজনক হবে না।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রাথী শওকত হাচানুর রহমান রিমন বলেন, আমার কোনো সমর্থক কারো উপর হামলা করেছে এটা বিশ্বাসযোগ্য নয়। জাতীয় পার্টির সমর্থকরা মোটরসাইকেল মহড়া দিয়ে প্রচারণায় চালায়, যা নির্বাচনী আচরণববিধির সুষ্পষ্ট লঙ্ঘন। মহড়া দিতে গিয়ে হয়ত দুর্ঘটনার শিকার হতে পারে, যা তিনি আমার কর্মীদের উপর চাপিয়ে দিতে চাইছেন। আমি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমার নেতা-কর্মীদের প্রচারণার নির্দেশ দিয়েছি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু হানিফ বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ উপস্থিত ছিল। উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে হামলার কোনো ঘটনা ঘটেনি। পুলিশের নিয়ন্ত্রণে উভয়পক্ষ পরবর্তিতে যে যার মতো স্থান ত্যাগ করেছে।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল