২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পিএইচপি কুরআনের আলো-১৮ বিজয়ী লাবিব

-

পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ও কুরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে-২০১৮ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন নেত্রকোনার সিফগাতুল্লাহ্ খান লাবিব। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে চট্টগ্রামের তারেক মনোয়ার ও সিলেটের মামনুন সাইদ। গত বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে। দশমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশান মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেদওয়ান, বিএসটিআই মহাপরিচালক সর্দার আবুল কালাম, সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল আহমেদ, বিজিএমএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও আয়োজকরা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কুরআন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতার ফল ঘোষণা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী এবং পিএইচপি চেয়ারম্যান সূফী মিজানুর রহমানসহ বিশিষ্টজনেরা। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী লাবিবের হাতে তুলে দেয়া হয় চার লাখ টাকার চেক এবং ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে তুলে দেয়া হয় যথাক্রমে তিন ও দুই লাখ টাকার চেক। একই সাথে তিনজনকেই দেয়া হয় বিনামূল্যে ওমরা হজ পালনের সুযোগ। অন্য দিকে পিএইচপির সৌজন্য এই তিন গুণী শিশু কুরআনের ধারকের ওস্তাদদের (শিক্ষক) হাতে একটি করে পিএইচপির তৈরি মারকাবা ব্র্যান্ডের মোটরসাইকেল তুলে দেয়া হয়। এছাড়া সবচেয়ে সুরেলা তেলাওয়াতকারীর হাতে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জন অসহায় প্রতিযোগীদের বিশেষ শিক্ষাবৃত্তিও দেয়া হয় এই অনুষ্ঠানে। পরে দেশ ও জাতির সমৃৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement