২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কেরাম বোর্ড ভেঙে ফেলায় শিক্ষককে এমন শাস্তি!

-

বরিশালের আগৈলঝাড়ায় কেরাম বোর্ড ভেঙ্গে ফেলায় প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত শিক্ষক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আবুল কাশেম ঘরামীর ছেলে ও কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির ঘরামী (৪০) স্থানীয় শিক্ষার্থীদের লেখা পড়ায় বিঘ্ন ঘটনায় শনিবার রাতে শিহিপাশা গ্রামের আমিনুল বালীর দোকানের কেরাম বোর্ড ভেঙ্গে ফেলে।

পরে তাকে ওই রাতে একই এলাকার হাকিম ফকিরের ছেলে শামীম ফকির, আমিন ফকির ও এচাহাক ফকির শিক্ষক জাকিরকে মোবাইলে বাড়ি থেকে রাস্তায় ডেকে এনে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় জাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জাকির ঘরামীর স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে ওই রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন সাংবাদিকদের জানান, শিক্ষকের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement