২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাউফলের সাবেক ইউএনওর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু

-

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পটুয়াখালীর বাউফল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা পীযূষচন্দ্র দের বিরুদ্ধে গুচ্ছগ্রাম নির্মাণে অনিয়ম এবং জরাজীর্ণ ভবনের ডেকোরেশন ও সৌন্দর্য বর্ধনের নামে টাকা অপচয়সহ নানা অনিয়মের তদন্ত শুরু হয়েছে। গত সোমবার অভিযোগের তদন্ত করতে বাউফলে আসেন তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। তিনি অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও কয়েকজন ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেন। পরে তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব-১ গুচ্ছগ্রাম প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শনে যান। এর আগে রোববার বিকেলে তিনি তার কার্যালয়ে মাহাতাব উদ্দিন নামে এক অভিযোগকারীর বক্তব্য শুনেন। ওই সময় বাউফলের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাস, ইউএনও পীযূষচন্দ্র দে ও তার স্ত্রী বরিশালের মুলাদী উপজেলার ইউএনও শুভ্রা দাস উপস্থিত ছিলেন।
পীযূষচন্দ্র দে বর্তমানে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে কর্মরত আছেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের কার্যালয় সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।


আরো সংবাদ



premium cement