২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাজিপুরে বন্দোব¯Íপ্রাপ্ত জমি বেদখল

-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের ভূমিহীন কৃষক শহিদুলের বন্দোব¯Í নেয়া জমিতে ঘর উঠিয়ে দখলে নিয়েছে প্রভাবশালী মন্তাজ আলীর ছেলে শফি ও তার লোকজন। দখল ফিরে পেতে ওই কৃষক কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখা¯Í দিয়েছেন। জানা গেছে, উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আরএস খতিয়ান নং-১ এর ২৫৪৭ দাগের ৪০ শতক জমি ২০০৯ সালে সরকারি নিয়ম মেনে বন্দোব¯Í নেন। এরপর তিনি ওই জমির খাজনা খারিজ সম্পন্ন করে ভোগদখল করতে থাকেন। কৃষক শহিদুল সিরাজগঞ্জ কোর্টে এ বিষয়ে মামলা করলে তিনি রায় পান। এরই মধ্যে ২০১৭ সালে ওই জমিতে শহিদুলের লাগানো চারাগাছ কেটে সাবাড় করে মন্তাজ আলীর লোকজন।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, কাগজপত্র দেখেছি। ওই জমি আইনত শহিদুলের। শিগগিরই ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।


আরো সংবাদ



premium cement