২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

থামানো যাচ্ছে না বালুদস্যুদের তাণ্ডব নাগর নদে ফের মাটি ও বালু উত্তোলন

-

উপজেলা প্রশাসনের নাকের ডগায় বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়ন এলাকায় নাগরনদের তলদেশ থেকে ভেকু ও ড্রেজার মেশিন লাগিয়ে ফের মাটি কাটা ও বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে। ফলে এলাকার শত শত একর আবাদি জমি বসতবাড়িসহ বাঁধ হুমকির মুখে পড়লেও কোনো ক্রমেই থামানো যাচ্ছে না মাটি ও বালুদস্যুদের এই অবৈধ তাণ্ডব।
আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের আবাদি জমি ও বসতবাড়ি বন্যার গ্রাস থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রায় ২০ বছর আগে নাগরনদের ধার ঘেঁষে বেড়িবাঁধ নির্মাণ করেন। এ দিকে কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গা, সরদারদহ, ফুলবাগিচা, কালিতলা পালংকড়ি ও চাঁপাপুর ইউনিয়নের বাঘাদহ ও জুগনিতলাসহ কয়েকটি এলাকায় রুহুল; শাহিন, রাজা, শাহজাহান, খোকনসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দলীয় প্রভাব বিস্তার করে নাগরনদের তলদেশ থেকে শ্রমিক লাগিয়ে ভেকু মেশিন দিয়ে অভিনব কায়দায় বাঁধ ঘেঁষে মাটি কেটে বড় বড় গর্ত সৃষ্টি করছে।
এ ছাড়া শ্যালো চালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালানো হচ্ছে। তারা প্রশাসনকে উপেক্ষা করে দিন-রাত নদ থেকে মাটি কেটে ও বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এসব মাটি ও বালু ট্রাকে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন। নদের তলদেশ থেকে গভীর পর্যন্ত মাটি খনন করায় বাঁধের পাড় দেবে ও ভেঙে পাশের কয়েকটি গ্রামের বসতবাড়ি, বাঁধ ও শত শত একর ফসলি জমি ফাটল ধরে হুমকির মুখে পড়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরঞ্জাম জব্দ করে ধ্বংস করলেও থামছে না এসব কারবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বিষয়টি পাশ কাটিয়ে সাংবাদিকদের জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নেয়ার ব্যবস্থা নিবেন।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল