২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জুড়ী আধুনিক হাসপাতালকে জরিমানা

-

মৌলভীবাজারের জুড়ীতে প্রতিশ্রুত সেবা প্রদান না করায় জুড়ী আধুনিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একজন সেবাগ্রহীতার লিখিত অভিযোগে গত বুধবার এ জরিমানা আরোপ ও আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয় সহকারী পরিচালক আল-আমীন। জানা গেছে, মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক হাসপাতাল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি অনুযায়ী সেবাগ্রহীতাদের সেবা দিচ্ছিল না। তাদের নি¤œমানের সেবা ও ওষুধের মূল্য বেশি রাখার অভিযোগ এনে স্বপন দেবনাথ নামক একজন সেবাগ্রহীতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয় সহকারী পরিচালক বুধবার জেলা কার্যালয়ে বসে বাদি এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুনে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের ম্যানেজার মো: শামিম উদ্দিন তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী স্বপন দেবনাথকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোক্তা অধিকার জেলা সহকারী পরিচালক মো: আল-আমীন আহমদ সেবাগ্রহীতার অভিযোগে জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করেছেন।


আরো সংবাদ



premium cement