২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সরাইলে ভূমিহীনের নামে বরাদ্দ জায়গা দখল

-

‘এইখানে আমার ঘর ছিল। ঘরের পাশে আমার ডোবাতে মাছ ছিল। এলাকার প্রভাবশালী একটি চক্র আমার ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে এবং আমার ডোবার মাছ ধরে ২ লাখ টাকা বিক্রি করে দিয়েছে। এখন আবার ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে আমার জায়গা ভরাট করে ফেলতেছে। তারা আমার জায়গায় আমাকে আসতে দেয় না। আমারে হুমকি দিছে মাইরা লাইব।’ সরাইল উপজেলার অরুয়াইল এলাকার আলী আকবরের ছেলে ভূমিহীন আসাদুল্লাহ হাউমাউ করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন।
অভিযোগে জানা যায়, ২০০৮ সালে জেলা প্রশাসকের নির্দেশে তৎকালীন সরাইল উপজেলা নির্বাহী অফিসার শোলাকান্দি মৌজার ৬৪৯ ও ৮৩৪ নং দাগ থেকে আসাদুল্লাহকে ৫২ শতক জায়গা ৯৯ বছরের জন্য বন্দোবস্ত বুঝিয়ে দেন। ভূমিহীন আসাদুল্লাহ তার লিজকৃত জমিতে বসতঘর নির্মাণ করে এবং তার ডোবাতে মাছ চাষ করে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছিলেন। এর মধ্যে এলাকার প্রভাবশালী একটি অসাধুু চক্র মিলে নিরীহ আসাদুল্লাহর ঘরবাড়ি ভেঙে নিয়ে যায় এবং পাশের ডোবায় থাকা দুই লক্ষাধিক টাকার মাছ মেরে বাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি করে দেয়। ওই জায়গায় হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ড্রেজার মেশিন দিয়ে অরুয়াইল ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করে অসহায় আসাদুল্লাহর পুরো জায়গাটি দখলে নিতে একই চক্র ওই স্থানটি ভরাট করে ফেলছে বলে অভিযোগ উঠেছে।
বন্দোবস্ত পাওয়া ভূমি ও মাছের ক্ষতিপূরণ ফিরে পেতে ন্যায়বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না অসহায় ভূমিহীন আসাদুল্লাহ। এ ব্যাপারে ভূমিহীন আসাদুল্লাহ লিজকৃত জায়গা, বসতঘর ও তার ডোবার মাছের ক্ষতিপূরণ ফিরে পেতে আকুতি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল