২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাজারহাটে নদী রক্ষার দাবিতে মানববন্ধন

-

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী চাকিরপশার নদী রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে চাকিরপশার নদীর ধারে পাঠানহাট নামক স্থানে চাকিরপশার সুরক্ষা কমিটি রিভারাইন পিপল ও গণকমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। নদী দখলমুক্তকরণ, উজানের জলাবদ্ধতা নিরসন, জেলে ও সাধারণ মানুষের জন্য নদী উন্মুক্তকরণ, নদী খনন, ইজারা বাতিল, সেতুবিহীন সড়কে সেতু স্থাপনের দাবি জানানো হয়।
রেল নৌ ও গণ যোগাযোগ কমিটির রাজারহাট উপজেলা সভাপতি জাকির হোসেনের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, চাকিরপশার নদী রক্ষা কমিটির আহ্বায়ক খন্দকার আরিফ, সদস্য সচিব তারেক আহমেদ, সংগঠক গজেন্দ্রনাথ রায়, ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল ওয়াহেদ মাস্টার, স্থানীয় বাসিন্দা লিপি বেগম, সিরাজুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement