২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রুমায় চাঁদের গাড়ির ৩ চালক অপহরণ : ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

-

বান্দরবানের রুমা থেকে অপহৃত চাঁদের গাড়ির তিন চালকের মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা ১০ লাখ টাকা দাবি করেছে। মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা মোবাইলফোনের মাধ্যমে অপহৃত গাড়িচালকদের পরিবারের কাছে এই অর্থ দাবি করে। তারা চলতি মাসের প্রথম দিকে চাঁদের গাড়ির চালক সমিতির কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি দেয়। দাবিকৃত চাঁদার অর্থ না পেয়েই তারা এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে পরিবহন শ্রমিক নেতারা ধারণা করছেন।
রুমা চাঁদের গাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, মঙ্গলবার সকালে অপহরণকারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ দিকে ৩০ লাখ টাকা চাঁদা দাবির ১৪ দিনের মাথায় এই অপহরণের ঘটনা ঘটাল। অপহৃত চাঁদের গাড়িচালক বাসু কর্মকারের ভাই বিনোদ কর্মকার জানান, সকালে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তার ভাইয়ের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ছাড়া অপহরণকারীরা পরিবহন মালিক সমিতির নেতাসহ চাঁদের গাড়ির চালকদের সাথেও কথা বলে। তবে দুপুর নাগাদ তাদের সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি। সোমবার বিকেলে একদল সন্ত্রাসী রুমার মুন্নুয়াম পাড়া সড়ক থেকে চাঁদের গাড়ির চালক বাসু কর্মকার, মোহাম্মদ মিজান ও নয়ন জলদাসসহ ছয়জনকে ধরে নিয়ে যায়। পরে রাতে সন্ত্রাসীরা চাঁদের গাড়ির তিন চালককে রেখে অপর তিন সহকারীকে ছেড়ে দেয়। এখন পর্যন্ত অপহৃত তিন চালকের সন্ধান পাওয়া যায়নি। তবে অপহৃতদের উদ্ধারে রুমার সম্ভাব্য জায়গায় সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে। রুমার পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, প্রতি বছরই সন্ত্রাসীদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে দুর্গম এলাকায় তাদের গাড়িগুলো চালাতে হচ্ছে। চাঁদা না দিলেই অপহরণের ঘটনা ঘটানো হয়।
রুমা থানার ওসি (চলতি দায়িত্ব) নজরুল ইসলাম জানান, অপহৃতদের নিয়ে সন্ত্রাসীরা কোন জায়গায় রয়েছে তা বের করতে সেনাবাহিনী পুলিশ কাজ করছে। এ ছাড়া সম্ভাব্য জায়গাগুলোতে নিরাপত্তাবাহিনী অভিযান চালাচ্ছে।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনকে দ্রত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর

সকল