২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক মেরামতে অনিয়ম : ধীরগতিতে দুর্ভোগ

সংস্কারের জন্য লক্ষ্মীপুর-রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কার্পেটিং তুলে দীর্ঘদিন ফেলে রাখায় একটু বৃষ্টি হলেই এমন দশা হয় :নয়া দিগন্ত -

লক্ষ্মীপুর-রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী কয়েক উপজেলার মানুষ। জেলার অন্যতম ব্যস্ত সড়কটিতে পুরনো কারপেটিং তুলে দীর্ঘ দিন ফেলে রাখায় এটি এখন যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে নিয়মিত পানি না ছিটানোর কারণে শুকনো মওসুমে পরিণত হয় ধুলার রাজ্যে এবং বৃষ্টির সময় কাদাময় হয়ে যানবাহন ও পথচারী চলাচলে পোহাতে হয় সীমাহীন ভোগান্তি।
আঞ্চলিক মহাসড়কটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় বর্ষার শুরুতেই বিভিন্ন স্থানের কারপেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতে জমে যায় কাদা, সড়ে যায় দুই পাশের ফুটপাথের মাটি। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না যানবাহন।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কার হয় মানুষের দুর্ভোগ লাগবের জন্য। কিন্তু এই মহাসড়কটির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, সংস্কারই দুর্ভোগ বাড়িয়েছে। এ যেন মেরামতের নামে চলছে তামাশা। কারণ আগে রাস্তাটি খারাপ থাকলেও চলাচলে এত কষ্ট হয়নি পথচারীদের।
জানা যায়, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ফেরিঘাট ও চাঁদপুরের হরিণাঘাট দিয়ে প্রতিদিনই এই রুটে চলাচল করে শরীয়তপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও দ্বীপজেলা ভোলার বাসিন্দারা। কিন্তু রাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। স্থানীয় ও পথচারীদের দুর্ভোগ লাগবের জন্য ২০১৮ সালের প্রথম দিকে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ২০ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য ৫৩ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু ধীরগতিতে কাজ করায় নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স। ইতোমধ্যে লেয়ার ড্যামেজের অজুহাতে সড়ক বিভাগের মাধ্যমে তারা বরাদ্দ নিয়েছে আরো পাঁচ কোটি টাকা, বাড়িয়েছে নির্মাণের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
আরো জানা যায়, শুরু থেকেই সড়কটির নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদ করছেন স্থানীয়রা। তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বহুবার। সড়কের দুই পাশে ধানের চারা রোপণের মাধ্যমে ব্যতিক্রমী প্রতিবাদও জানানো হয়েছে।
কয়েকজন পথচারী ও গাড়ির চালক জানান, গর্ত আর কাদায় প্রায় সময় গাড়ি আটকে যায়। একটি গাড়ির চাকার নিচে পড়া কাদা ছিটে পড়ে অন্য গাড়ির যাত্রী ও পথচারীদের শরীরে। প্রায় সময় গর্তে পড়ে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যায়, আহত হয় যাত্রীরা। এতে করে যথাসময়ে গন্তব্য স্থানে পৌঁছতে পারেন না যাত্রী ও পথচারীরা। তবে এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা ও স্থানীয় প্রশাসনের নজরধারীর অভাবকেই দুষছেন তারা। তারা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
এ দিকে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্সের ঠিকাদার আজিজুর করিম বাচ্চু জানান, বিভিন্ন সমস্যা থাকার কারণে সড়ক সংস্কারে ধীর গতি দেখা দিয়েছে। তাই কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সহসাই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত জানান, শিগরই সড়কটি সংস্কারের কাজ শেষ করা হবে। এ ছাড়া ফুটপাথ ধস ও কারপেটিং উঠে যাওয়ার বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

সকল