১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


টাঙ্গাইলে পোলট্রি খামারিদের মানববন্ধন

-

পোলট্রি ফিডের দাম কমানো এবং ডিম ও মুরগির ন্যায্যমূল্যের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন প্রান্তিক পোলট্রি খামারিরা। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন খামারি বুলবুল ইসলাম ও হারুন অর রশিদ প্রমুখ। তারা পোলট্রি খামারিদের সুরক্ষায় পোলট্রি খাতের ওপর সব কর ও শুল্ক বাতিলের দাবি জানান।
প্রান্তিক খামারিরা জানান, তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আপামর মানুষের জন্য ডিম ও মুরগির মাংসের জোগান দিয়ে যাচ্ছেন। অথচ তারা সেই ডিম ও গোশতের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ অবস্থায় ফিডের দাম বাড়লে খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা।

 


আরো সংবাদ



premium cement