২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাহায্যের আবেদন ক্যান্সারে আক্রান্ত শিক্ষক ছিদ্দিকুর রহমান

-

ধঁকে ধুঁকে মৃত্যুর প্র্রহর গুনছেন পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত শিক্ষক সিদ্দিকুর রহমান। তাকে বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা। কিন্তু দরিদ্র এ শিক্ষক পরিবারের পক্ষে এত টাকা খরচ চালিয়ে তাকে বাঁচানো সম্ভব নয়। তাকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিত্তবান সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
জানা গেছে, ২০১৭ সালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পাকস্থলী ক্যান্সার ধরা পড়ে। ওই হাসপাতালের চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। গত দুই বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে সর্বস্ব খুইয়েছেন তার পরিবার। শিক্ষক ছিদ্দিকুর রহমানকে বাঁচাতে ভিটে মাটি বিক্রি করে এ বছর ফেব্রুয়ারি মাসে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নিয়ে যান তার পরিবার। চিকিৎসকেরা তাকে কেমো থেরাপির পরামর্শ দিয়েছেন। একটি কেমো থেরাপিতে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়। চিকিৎসকেরা তাকে আটটি কেমো থেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে তার চিকিৎসা বাবদ। তাকে প্রাণ রক্ষায় বর্তমানে ১০ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র এ শিক্ষকের পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা চালানো সম্ভব নয়। খেয়ে না খেয়ে এ শিক্ষককে বাঁচাতে চেষ্টা চালাচ্ছেন তার পরিবার। এখন আর এত খরচ চালিয়ে তার চিকিৎসা করাতে পারছেন না তারা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের বিশিষ্ট শিল্পপতি, তার দেশ-বিদেশের ছাত্রছাত্রীসহ সবার কাছে আর্থিকভাবে সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। তাকে সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৮১৩৫০৯৮৬৬।

 


আরো সংবাদ



premium cement