২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাবনার সফল কলাচাষি জবান

কলাবাগানে দাঁড়িয়ে আছেন রেজাউল করিম জবান : নয়া দিগন্ত -

পাবনার ঈশ্বরদী উপজেলার এক সফল কলাচাষি রেজাউল করিম জবান। উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের মরহুম ইয়াজ উদ্দিন মালিথার ছেলে জবান ১০ বিঘা জমিতে কলা চাষ করে সফল হয়েছেন। হার্ডিঞ্জব্রিজ সংলগ্ন এবং গাইড ব্যাংকের পার্শ্বে পতিত জমি খাজনা নিয়ে কঠোর পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায়, সাহস ও মেধাকে কাজে লাগিয়ে কলার বাগান গড়ে তুলেছেন। বাগানের কলাগাছগুলো যেমনি রুষ্ট-পুষ্ট তেমনি তরতাজা ও সুন্দর।
জবান বলেন, স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ ৮ জন সদস্য তার সংসারে। কলার আবাদেই তার সংসার চলে। তার দুই মেয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে অনার্সে অধ্যয়নরত। ছেলেটা এইচএসসি পাস করেছে। ছোট মেয়ে রূপপুর বালিকা বিদ্যালয়ে পড়াশুনা করে।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, কৃষি ক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার ও সম্প্রসারণে আধুনিক পদ্ধতিতে জৈবসার দিয়ে চাষাবাদ করে যাচ্ছেন কলাচাষি জবান। তিনি কঠোর পরিশ্রম করে কাশবন, জঙ্গল, আগাছা, পাথর পরিষ্কার করে পতিত জমি খাজনা নিয়ে সেখানে সবুজের সমারোহ গড়ে তুলেছেন। জবানের ছেলেমেয়েরা কৃষির উপার্জিত অর্থ দিয়েই পড়াশুনা করে থাকেন। জবান হাড়ভাঙা পরিশ্রম করে ১০ বিঘা জমিতে কলাবাগান করে সফল হয়েছেন। আগামী দুই-এক মাসের মধ্যেই গাছে কলা ধরবে বলে জানান জবান।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, পরিশ্রম মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, তার বাস্তব প্রমাণ হলো কৃষি খামারের স্বত্বাধিকারী সফল কৃষক রেজাউল করিম জবান। কঠোর পরিশ্রম করে জবান একজন মডেল খামারি হিসেবে ইতোমধ্যে ঈশ্বরদীতে পরিচিতি লাভ করেছেন। এবার কৃষক জবান তার খামারের ১০ বিঘা জমিতে কলাগাছ লাগিয়েছেন। বাগানের কলাগাছগুলো হয়েছে রুষ্ট-পুষ্ট। আগামী দুই-এক মাসের মধ্যেই গাছে কলার কাঁদ পড়বে। পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায়, সাহস ও মেধাকে কাজে লাগাতে পারলে জবানের মতো সবাই এক সময় ক্রমান্বয়ে ওপরে উঠতে থাকবে। জবান জৈবসার দিয়ে সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। জবান এভাবে তার খামারের কার্যক্রম চালিয়ে যেতে পারলে আগামীতে আরো ভালো করবেন।

 


আরো সংবাদ



premium cement
ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সকল