২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বরিশালের ৩০৯ শিার্থীকে শেরেবাংলা স্মৃৃতি বৃত্তি প্রদান

-

বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা পরিচালিত শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান গত শুক্রবার বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম, শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক ড. এম. কামাল উদ্দীন জসীম ও বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক মাহবুবা হোসেন।
দুই দশক যাবৎ এ সংস্থা বৃত্তি প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বছর ৩০৯ শিার্থী বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে সম্মিলিত মেধায় বৃত্তি পেয়েছে ৩৪ জন, ট্যালেন্টপুলে ঢাকা ও বরিশাল বিভাগে ৬৫ জন এবং সাধারণ মেধাবৃত্তি পেয়েছে ২১০ জন শিার্থী।
অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের ১৯১ জন শিার্থীকে অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক বলেন, এ ভূখণ্ডের মানুষের শিার উন্নয়নে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করেছেন। তিনি আজ আমাদের প্রেরণা।


আরো সংবাদ



premium cement