২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কোচিং ক্যারিয়ারে যেতে চান মালেকা

এস এ গেমসে বাংলাদেশ-নেপাল মহিলা কাবাডি খেলার দৃশ্য - ছবি : নয়া দিগন্ত

‘অনেক তো খেললাম। তাই এবার নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছে রয়েছে আমার।’ এমনটাই জানালেন বাংলাদেশের অভিজ্ঞ কাবাডি খেলোয়াড় শাহনাজ মালেকা।

কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসই মালেকার শেষ খেলা। দীর্ঘ ১৪ বছর দেশের মহিলা কাবাডিকে অনেক পদক এনে দিয়েছেন। ২০০৫ সালে কাবাডিতে আসেন মালেকা। এরপর দারুণ সব অর্জনের সারথী ছিলেন।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমস থেকে বাংলাদেশকে ব্রোঞ্জপদক এনে দেয়া দলের অধিনায়ক ছিলেন শাহনাজ পারভীন মালেকা। একই বছর ঘরের ম্যাটে সাউথ এশিয়ান (এসএ) গেমসে রূপা জিতে আলোচনায় আসেন তিনি। এশিয়ান বিচ গেমসেও তার নেতৃত্বে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও দেশকে একটি ব্রোঞ্জ এনে দেয় তার দল। ২০১৬ সালে গৌহাটিতে দুর্দান্ত খেলে রুপা জেতেন শাহনাজ মালেকা। তবে ইনচনে জেতা সেই ব্রোঞ্জ হারান ইন্দোনেশিয়ার এশিয়াডে। সেই দুঃখ আজো তাকে তাড়িয়ে বেড়ায়, ‘আমার ক্যারিয়ারের দুঃখের দিন ছিল সেটি। চাইনিজ তাইপের কাছে প্রথম ম্যাচে হেরেই আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। যা পরে আর কাভার করতে পারিনি।’

এবারের গেমসের আগে সহকারী কোচ হিসেবে মহিলা দলের সাথে ছিলেন শাহনাজ পারভীন মালেকা। দীর্ঘ সময় পর ঠিক গেমসে আসার আগে তাকে দলে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। দেশের স্বার্থে শেষবারের মতো দলের হাল ধরেন, ‘আমি এবার খেলতে চাইনি। কোচ বললেন লেফটে কভার করার মতো কেউ নেই। তুমি খেলো। পরবর্তী সময়ে আমরা লেফটে একজনকে তৈরী করবো। আমাদের আসলে লেফটে কভার নেই। আমি সাউথ এশিয়ান গেমস চারটি, এশিয়ান গেমস তিনটি ও বিচ এশিয়ান গেমস খেলেছি ৪/৫টি। বাংলাদেশের কাবাডিকে আরো ভালো জায়গায় দেখতে চাই। অন্য দলগুলো এগিয়ে গেছে। আমাদের অনেক খেলোয়াড় অভিমানে রাগে ক্ষোভে ইচ্ছা করে চলে গেছে। ফলে এবারের আসরে অনেক নতুন খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত হয়েছে। অনেকের লিগামেন্টে সমস্যা থাকলেও আশা করছি নতুনেরা পরবর্তীতে বিজয়ের কেতন উড়াবে।’

বুধবার কাবাডির উদ্বোধনী দিনে বাংলাদেশ মহিলা কাবাডি দল ২৫-৩৬ পয়েন্টে হেরেছে স্বাগতিক নেপাল মহিলা কাবাডি দলের কাছে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক ৩৪ বছরেও মুছেনি ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড উত্তর ইসরাইলে হামাসের রকেট হামলা

সকল