২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দক্ষিণ চীন সাগরে আবার মার্কিন রণতরী, প্রবল উত্তেজনা

দক্ষিণ চীন সাগরে আবার মার্কিন রণতরী, প্রবল উত্তেজনা - সংগৃহীত

দক্ষিণ চীন সাগর নিয়ে আবারও চরমে চীন-মার্কিন দ্বন্দ্ব৷ বেজিংয়ের কড়া পাহাড়া থাকা সত্ত্বেও, সোমবার বিতর্কিত ওই সাগরে ফের প্রবেশ করল দুটি মার্কিন রণতরী ইউএসএস স্স্রুয়ান্স ও ইউএসএস প্রেবল’৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, চীন অধিকৃত স্পার্টলি দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে গিয়েছে গাইডেড মিসাইল সম্বলিত এই দুই মার্কিন যুদ্ধ জাহাজ৷ যার ফলে আরো একবার আমেরিকার বিরুদ্ধে ওই এলাকার শান্তি বিঘ্নিত করার অভিযোগে সরব হয়েছে বেইজিং৷ আন্তর্জাতিক পানি-সীমানা অতিক্রম করার চীনা অভিযোগ উড়িয়ে দিয়েছে মার্কিন নৌ-বাহিনী৷

চলতি বছর এই নিয়ে দু’বার দক্ষিণ চীন সাগরে এমন ঘটনার সাক্ষী থাকল আন্তর্জাতিক মহল৷ এর আগে জানুয়ারি মাসেও দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে যায় মার্কিন রণতরী ইউএসএস ম্যাকক্যাম্বেল’৷ সেবারও আমেরিকার উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিল চীন৷ গত নভেম্বরে এই পারাসেল দ্বীপপুঞ্জের গা ঘেঁসে চলে গিয়েছিল মার্কিন রণতরী ইউএসএস চ্যান্সেলরভিলে৷ দীর্ঘদিন ধরেই এই দ্বীপপুঞ্জকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছে চিন৷ ফলে তাঁদের দাবি করা সম্পত্তির পাশ দিয়ে মার্কিন রণতরী যাওয়ার ঘটনায় রাতের ঘুম উড়ে যায় বেইজিংয়ের৷ তাদের দাবি করা সম্পত্তিতে মার্কিন নজর পড়ার আশঙ্কায় তড়িঘড়ি ওই অঞ্চলে পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠায় জিনপিং প্রশাসন৷

এর আগেও একাধিকবার বিতর্কিত দক্ষিণ চীন সাগর দিয়ে যাতায়াত করেছে মার্কিন রণতরী৷ গত বছর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডেকাটুর পৌঁছে গিয়েছিল দক্ষিণ চীন সাগরের প্রত্যন্ত স্পার্টলি দ্বীপপুঞ্জের গাভেন ও জনশন রিফের কাছাকাছি৷ মার্কিন রণতরীকে প্রতিরোধ করতে সঙ্গে সঙ্গে সেখানে লুয়াঙ্গ নামের ডেস্ট্রয়ারকে পাঠায় জিনপিং প্রশাসন৷ অবশেষে বাধ্য হয়ে পিছু হঠে মার্কিন রণতরীটি৷ এই ঘটনার পরেই চীনের বিরুদ্ধে সুর চড়ায় আমেরিকা৷ চীনের এই ব্যবহারকে অপেশাদার কার্যক্রম বলে সমালোচনা করে মার্কিন কমান্ডার নেথ খ্রিস্টেনসেন৷ পালটা তোপ দাগে চীনও৷ আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক পানিসীমা লঙ্ঘন করার অভিযোগ আনে তারা৷


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল