০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি

চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি - ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার সতর্ক করে বলেছেন, দেশটির অর্থনৈতিক উন্নয়নের পথে কেউ খবরদারি করতে পারবে না। দেশটির সংস্কারের ৪০ বছর পালন এবং যুক্তরাষ্ট্রের কঠিন চ্যালেঞ্জের প্রেক্ষাপটে নীতিমালা প্রনয়ন উপলক্ষ্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর এএফপি’র।
গ্রেট হল অব দ্য পিপল-এ জমকালো এক অনুষ্ঠানে ভাষণে অর্থনৈতিক সংস্কারকে এগিয়ে নিতে সাংবাদিকদের কাছে শি অঙ্গীকার ব্যক্ত করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বেইজিং সরে দাঁড়াবে না বা অন্য কোন দেশের খবরদারি মানবে না।

শি দলের অনুসারিদের বলেন, ‘সমাজতন্ত্রের মহান পতাকা চীনে উড্ডীন রয়েছে।’
উল্লেখ্য, চীনে ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে সাংস্কৃতিক বিপ্লবের সূচনা ঘটে।


কানাডার আরেক নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে চীন
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড বুধবার বলেছেন, তাদের দেশের আরেক নাগরিককে চীন জিজ্ঞাসাবাদ করছে। কানাডার সাবেক এক কূটনীতিককে আটক করা হয়েছে এ সপ্তাহের গোড়ার দিকে বেইজিং অটোয়াকে এমন কথা জানানোর পর তিনি এ জিজ্ঞাসাবাদের কথা বললেন। খবর এএফপি’র।

পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার এক নাগরিককে চীনা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের ব্যাপারে আমরা অবহিত আছি।’
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।
এছাড়া তার মন্ত্রণালয় এ আটকের ব্যাপারে অবহিত হওয়ার পর থেকে কোন যোগাযোগও করতে পারেনি।
তিনি বলেন, ‘আমরা তার ব্যাপারে নিশ্চিত হতে আন্তরিকভাবে কাজ করছি এবং চীনা কর্তৃপক্ষের কাছে তার বিষয়টি আমরা উত্থাপনও করেছি।’

কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিগ বেইজিং সফরকালে গ্রেফতার হওয়ার কয়েকদিন পর দ্বিতীয় কানাডীয়কে জিজ্ঞাসাবাদের কথা জানা গেল।
কানাডার কর্মকর্তারা জানান, সোমবার ফ্যাক্সের মাধ্যমে তাদেরকে সরকারিভাবে মাইকেল কভরিগকে আটক করার বিষয়টি অবহিত করা হয়।
ফ্রিল্যান্ড বলেন, কভরিগকে আটক করায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। তারা সরাসরি চীনা কর্তৃপক্ষকে এ কথা জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠল : এবারে কেমন হবে উৎপাদন টাঙ্গাইলের আ.লীগের সাধারণ সম্পাদককে নাকে খত দিয়ে ক্ষমা চাইতে বললেন এমপি জয় সাঁথিয়ায় ইউপি চেয়ারম্যান মিরাজুল বিশ্বাস গ্রেফতার মিল্টন সমাদ্দার আটক ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত শ্রমিকের ন্যায্য দাবি মেনে নিতে হবে : অধ্যাপক হারুনুর রশিদ খান গাজায় যুদ্ধ বন্ধে রাজি হবো না : ব্লিনকেনকে নেতানিয়াহু আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করেই ভোট প্রচারে মোদি বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের নিপীড়িতরাই বিজয়ী হ‌বে : রিজভী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা

সকল