২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারের উপর হস্তক্ষেপের অধিকার জাতিসংঘের নেই : মিয়ানমার সেনাপ্রধান

-

সম্প্রতি রোহিঙ্গা নিপীড়নে গণহত্যা চালানোর প্রমাণ পাওয়ার দাবি করে জাতিসংঘ। এর প্রতিক্রিয়ায় মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্ণেইং বলেছেন, তার দেশে হস্তক্ষেপের কোন অধিকার জাতিসংঘের নেই। 

রাখাইনে ধর্ষণ ও গণহত্যা চালানোর বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালানোর সুপারিশ করার পর এই প্রথম প্রতিক্রিয়া জানালো মিয়ানমার সেনাবাহিনী। সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী মালিকানাধীন পত্রিকা ‘মিয়াওয়াডি ডেইলি’ জানায়, মিয়ানমার সেনাপ্রধান বলেছেন, কোন গ্রুপই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার রাখে না।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ আগস্ট ২০১৭ সালে রাখাইনে শুরু হওয়া সামরিক অভিযানে কমপক্ষে ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭ লাখ ২৫ হাজার মানুষ।

জাতিসংঘের বিশেষজ্ঞরা গণহত্যার প্রমাণ পেয়েছে দাবি করার পর এ বিষয়ে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি।


আরো সংবাদ



premium cement