২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাপানের সাবমেরিন মহড়া

জাপানের একটি সাবমেরিন - ছবি : সংগ্রহ

জাপান বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো সাবমেরিন মহড়া করেছে। সোমবার দেশটির একটি পত্রিকার খবরে এ কথা বলা হয়। এদিকে এ সমুদ্রসীমার অধিকাংশ চীন নিজেদের বলে দাবি করে, তাই আশংকা করা হচ্ছে এ মহড়া বেইজিংকে উত্তেজিত করবে।

জাপানের আশাই শিমবুন পত্রিকার খবরে বলা হয়েছে, চীন নিয়ন্ত্রিত স্কারবরাহ সোহালের দক্ষিণ পশ্চিমে বৃহস্পতিবার জাপানের তিনটি যুদ্ধ জাহাজের সঙ্গে কুরোশিয় নামের সাবমেরিনটি যোগ দেয়।

সমুদ্রসম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকাংশ নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামও এই সমুদ্রসীমার দাবি করে আসছে। সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ চীন সাগরে এটি জাপানের প্রথম সাবমেরিন মহড়া।


আরো সংবাদ



premium cement