২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বন্দর দেখতে এসে লাশ হয়ে ফিরলেন দুজন

বন্দর দেখতে এসে লাশ হয়ে ফিরলেন দুজন - ছবি : সংগৃহীত

জেলার খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং এলাকায় শুক্রবার মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার আলমগীর হোসেনের ছেলে ও কলেজছাত্র লিটন (২২) এবং একই উপজেলার হান্নানের ছেলে তুহিন (২৭)।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, মোংলা বন্দরের দিক থেকে আসা ওই মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দুজন নিহত হন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেছে, জানান তিনি।

বাগেরহাট ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, চারটি মোটরসাইকেল যোগে যশোর থেকে আট বন্ধু মোংলা বন্দর দেখতে আসে। বন্দর থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলের সাথে নছিমুনের মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুজন নিহত হন। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement