০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


চার দশক ধরে স্বেচ্ছাসেবা দিচ্ছে চমেক সন্ধানী

-

স্বেচ্ছায় রক্তদাতা ও মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধদের মুঠোফোনে শুভেচ্ছাস্বরূপ খুদে বার্তা পাঠাবে মেডিক্যাল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানী। চার দশক ধরে স্বেচ্ছাসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় সন্ধানী সপ্তাহব্যাপী মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
গত ৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনটির প্রচার সপ্তাহ ২০১৯-এর উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ধানীর সভাপতি তানজিমা নাসরিন উর্মি এ কথা জানান।
তিনি জানান, প্রচার সপ্তাহ উপলক্ষে ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ১০ জন দুস্থদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং টিকা দেয়া হয়। নগরীর বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন প্রোগ্রাম এবং ব্লাড গ্রুপিংসহ স্বেচ্ছায় রক্তদান করা হয়।
এ ছাড়াও সন্ধানীর কার্যালয়ে নতুন সংযোজিত মাল্টিমিডিয়া সেট ও এসি-এর উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্ধানীর কেন্দ্রীয় প্রতিনিধি আনিকা ইবনাত, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিটের সহ-সভাপতি আফিয়া তাসনিম, সাধারণ সম্পাদক তানজিমুল হাই রাফি ও উপদেষ্টা ইতি কুরি।


আরো সংবাদ



premium cement