২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাদার্ন ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ বরণ

-

সুন্দর স্বপ্ন ও সুখী জীবনের প্রত্যাশায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করে নিলো সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে আনন্দ কোলাহল আর উৎসবে মেতে ওঠে পুরো ইউনিভার্সিটি প্রাঙ্গণ। বাংলা নতুন বছরকে উদযাপন উপলক্ষে সাদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে নেয়া হয় বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের। সবার কণ্ঠে গলা ছড়ানো গান এসো হে বৈশাখ এসো এসো। সবারই এক কথা আজ সব দুঃখ সব গ্লানি সব না পাওয়ার যন্ত্রণা মুছে যাক। আজ থেকে শুরু হোক নতুন দিনের, নতুন স্বপ্নের, নতুন গানের।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ৯টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে স্থান পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও পণ্যসামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হরেক রকমের গ্রামীণ পিঠা ও মাটি, বাঁশ, বেতের তৈরী বিভিন্ন ধরনের তৈজসপত্র। সেরা তিনটি স্টল ও তিনটি বিভাগকে তাদের সুন্দর পরিবেশনার জন্য পুরস্কৃত করা হয়। সেরা স্টলের পুরস্কার লাভ করে ব্যবসায় প্রশাসন বিভাগ। দ্বিতীয় ফার্মাসি ও তৃতীয় হয়েছে যৌথভাবে আইন ও ইসলামিক স্টাডিজ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইংরেজি বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে কম্পিউটার সায়েন্স ও পুরকৌশল বিভাগ। সুখী সমৃদ্ধ আগামী এবং শিক্ষার আলোয় আলোকিত হোক জাতিÑ এ প্রত্যাশা নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। চট্টগ্রাম ব্যুরো


আরো সংবাদ



premium cement