২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সিআইইউতে করপোরেট টক তৈরী পোশাক খাতে নির্ভরশীলতার হার কমছে

-

ক্রমাগত প্রচেষ্টার কারণে তৈরী পোশাক খাতে বাংলাদেশের নির্ভরশীলতার হার ৯৫ থেকে ৭০ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা ও প্যাসিফিক জিন্স গ্র“পের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, পোশাক শিল্পের সুনাম ধরে রাখতে আমাদের এখনই পণ্য ও বাজার বৈচিত্র্য নিশ্চিতে অধিক মনোযোগী হতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যদি তৈরী পোশাক খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্য অর্জন করতে চায়, তবে গুণগত পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত করপোরেট টক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন সৈয়দ তানভীর। গত মঙ্গলবার সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিজনেস স্কুল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিআইইউর ভিসি, বিজনেস স্কুলের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চীনের সাথে বাংলাদেশের সমানতালে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তানভীর বলেন, আমরা ছয়টি পণ্য থেকে ৮০ শতাংশ রাজস্ব আয় করছি। যদিও চীন ৪০০ পণ্য নিয়ে শীর্ষে রয়েছে। দেশের স্বার্থ এগিয়ে রাখতে তাই সবাইকে যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের সেরাটা তুলে ধরতে প্যাসিফিক জিন্স ব্যবসায়িক মডেল পরিবর্তন করছে। সবাইকে বলি আমরা জিন্স বিক্রি করি না, জীবনধারা বিনিময় করি। ক্রেতারা সব সময় ভালো জিনিস ঘরে নিয়ে যেতে চায়। সিআইইউর শিক্ষার্থীদের বেশি করে দক্ষতা অর্জন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, চাকরির বাজারে সমস্যা সমাধানের জন্য বিশ্লেষণী দক্ষতা যাচাই করা হয়। ক্লাস রুমের পড়া আর কর্মক্ষেত্রের কাজ এক নয়। তাই পড়ালেখার পাশাপাশি কর্মক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত এমন কোর্স-কারিকুলাম, প্রশিক্ষণ ও সিলেবাসের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে বলে উল্লেখ করেন এই তরুণ উদ্যোক্তা। সভাপতির বক্তব্যে সিআইইউর ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, সৈয়দ তানভীর তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয়। তার নিষ্ঠা, শ্রম ও পরিকল্পনা থেকে উদ্যোক্তা হওয়ার অনেক কিছু শেখার আছে। অনুষ্ঠানে ভিসি ও বিজনেস স্কুলের পক্ষ থেকে অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, শিক্ষক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী প্রমুখ।


আরো সংবাদ



premium cement