২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাদার্ন ভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

-

সার্দান ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২১তম ব্যাচ যাত্রা শুরু করেছে। সম্প্রতি স্নাতকোত্তর ২১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইউনিভার্সিটির চট্টগ্রামের মেহেদীবাগ ক্যাম্পাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান। উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আযহারী, প্রভাষক মুহাম্মদ আলাউদ্দীন ও মুহাম্মদ মহিউদ্দীনসহ ২১তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা। প্রধান অতিথি প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান বলেন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সমাজের এই মৌলিক স্তম্ভগুলো সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন নৈতিকতা, আর এই নৈতিকতার নির্ণায়ক হচ্ছে ধর্ম। কোনো সমাজে যখন এই পাঁচটি উপাদান সমন্বিত ও সঠিকভাবে কাজ করে তখন ্েসই সমাজ হয় মানবিক সমাজ এবং পূর্ণাঙ্গ সমাজ। অন্যথায় সমাজব্যবস্থা অপূর্ণাঙ্গ থেকে যায়। তিনি আরো বলেন, আমি অত্যন্ত আনন্দিত ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়েছে। আমার বিশ্বাস এ ধরনের উপলক্ষ পারস্পরিক সম্পর্কোন্নয়ন এবং সাদার্ন ইউনিভার্সিটির সাথে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে ২১তম ব্যাচের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘রিমেম্বার’ এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে বিভাগীয় প্রধান প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খানের হাতে ২১তম ব্যাচের স্মারক ক্রেস্ট তুলে দেন নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।


আরো সংবাদ



premium cement