০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


লুব-রেফের ৪র্থ কাস্টমার ফিডব্যাক সেমিনার অনুষ্ঠিত

-

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের চতুর্থবারের মতো কাস্টমার ফিডব্যাক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর সাগরিকা রোডস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিক সেমিনারে বিভিন্ন কোম্পানির স্বত্বাধিকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ সময় প্রতিনিধিরা মান নিয়ন্ত্রণ ও ল্যাবরেটরিতে উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার পর্যবেক্ষণ করেন। প্রতিনিধিরা এ ধরনের উদ্যোগ ও দ্রুত সেবার জন্য লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডকে ধন্যবাদ জানান।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের পক্ষে জেনারেল ম্যানেজার ড. খন্দকার জাকির হোসেন প্রতিনিধিদের ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপক (ল্যাবরটরি) ড. সাইফ উদ্দিন, রিজিওনাল সেলস ম্যানেজার তাজুল ইসলাম, অপারেশন ম্যানেজার নাঈম সিদ্দিকি, মানবসম্পদ ব্যবস্থাপক আজগর হোসেন রানা প্রমুখ।
উল্লেখ্য, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ল্যাবরটরিটি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) অনুমোদিত লুব, ফুয়েল ও ট্্রান্সফরমার অয়েলের গুণগত মান নির্ণয়ের জন্য সব ধরনের ফিজিক্যাল ও কেমিক্যাল টেস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।


আরো সংবাদ



premium cement

সকল