২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দোয়া মাহফিলে বক্তারা সাংবাদিক হেলাল হুমায়ুন ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

-

বরেণ্য সাংবাদিক হেলাল হুমায়ুন ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সাধারণ মানুষের দুর্ভোগ, দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরতেন নির্মোহভাবে। তিনি নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী সাংবাদিক ছিলেন। গত মঙ্গলবার বাদে আসর এ সাংবাদিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন। দৈনিক নয়া দিগন্ত চট্টগ্রাম ব্যুরো পরিবার ওই দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে। নয়া দিগন্ত চট্টগ্রাম ব্যুরো চিফ নুরুল মোস্তফা কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচক ছিলেন মাওলানা শহিদুল আলম। স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আইয়ুব আলী, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার শামীম হামিদ, সাংবাদিক মুখলেছুর রহমান ফরহাদী, কর্ণফুলীর চিফ রিপোর্টার এয়াকুব আলী মনি, মরহুম হেলাল হুমায়ুনের ছেলে রাগিব আল হেলালী, দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার নুরুল আমীন মিন্টু, যুগান্তরের স্টাফ রিপোর্টার আহমদ মুছা, দৈনিক বণিক বার্তার ফটোজার্নালিস্ট গোলাম মর্তুজা, নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ফটোজার্নালিস্ট আখতার হোসাইন, বাংলাভিশনের ক্যামেরাপারসন আকবর আলী, নয়া দিগন্তের পটিয়া-চন্দনাইশ সংবাদদাতা এস এম রহমান, লোহাগাড়া সংবাদদাতা আরাফাত হোসেন বিপ্লব, হাটহাজারী সংবাদদাতা আবুল বশর প্রমুখ এত উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হেলাল হুমায়ুন সত্য, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। একাগ্রচিত্তে কাজ করতেন। মানুষ হেলাল হুমায়ুনের ব্যবহারে মুগ্ধ হতেন। তার পথ অনুসরণ করতে পারলেই তাকে সম্মান জানানো হবে। দোয়া পরিচালনায় মাওলানা শহিদুল আলম বলেন, মরহুম হেলাল হুমায়ুন ছিলেন অতুলনীয় একজন। তার বুদ্ধিদীপ্ত প্রতিভার জন্য মৃত্যুর পরও আমাদের মাঝে বেঁচে আছেন। মরহুমের জীবদ্দশায় গড়ে যাওয়া সমাজ কর্ম বর্তমান প্রজন্মের জন্য শিক্ষণীয়।
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে মরহুম ইসমাইল হিলালীর ২৯তম ও কলেজ প্রতিষ্ঠাতা মরহুম হেলাল হুমায়ুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ মুহাম্মদ হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ওছমান গণি ও ফিন্যান্স বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ইউচুফ ছাদেক। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, মো: নুরুল আলম, আবদুল মজিদ পাটোয়ারী, আ ন ম নাছির উদ্দীন, আমির হোছাইন, মনির আহমদ ও মোস্তাক আহমদ। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রবিউল আলম, তাসপিয়া আরাবী ও জেসমিন আক্তার। সভাপতি বলেন, মরহুম হেলাল হুমায়ুন আজীবন এলাকায় শিক্ষার উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি শিক্ষার পাশাপাশি বিদ্যুৎ, রাস্তাঘাটসহ এলাকার সার্বিক উন্নয়নেও অবদান রেখে গেছেন। সকালে বাইতে খোদা মসজিদে মরহুমদের আত্মার মাগফিরাত চেয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো: জামাল উদ্দীন হায়দার।


আরো সংবাদ



premium cement