২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আইইবির কর্মশালায় বক্তারা পেশাদারী মনোভাব তৈরি ও দতা অর্জনে প্রশিণের বিকল্প নেই

-

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ৭ অক্টোবর কেন্দ্রের সেমিনার কক্ষে সদ্য পাস করা নবীন স্নাতক প্রকৌশলীদের পেশাদারিত্ব অর্জন ও কর্মেেত্রর মৌলিক বিষয়ে প্রশিতি করতে সপ্তাহব্যাপী ‘ম্যানেজমেন্ট ট্্েরনিং ফর ফ্রেশ ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক বুনিয়াদি প্রশিণের পর এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী ও কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জ স ম বখতেয়ার। কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও ভাইস- চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী প্রবীর কুমার দে এবং কোর্স কো-অর্ডিনেটর ড. প্রকৌশলী মো: মোজাম্মেল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জ স ম বখতেয়ার বলেন, পুঁথিগত জ্ঞান ও কর্মেেত্র কর্মসম্পাদনের জ্ঞান এক নয়। কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী রফিকুল আলম বলেন, প্রকৌশলীদের পেশাগত দতা বৃদ্ধি ও মানোন্নয়নে প্রশিণ, কর্মশালা প্রভৃতি ইনস্টিটিউশন হিসেবে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে সারা বছরব্যাপী পরিচালনা করে থাকে। তিনি সদ্য পাসকৃত নবীন প্রকৌশলীদের সপ্তাহব্যাপী প্রশিণের মাধ্যমে বাস্তব ও পেশাভিত্তিক অর্জিত জ্ঞান ও দক্ষতা অনুযায়ী কঠিন মনোবল, আত্মবিশ্বাস ও উৎসাহের সাথে কর্মসম্পাদনের েেত্র অধিক দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement