২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পোর্ট সিটি ভার্সিটিতে ‘মর্ডান টেকনোলজি ইন গার্মেন্টস ওয়াশিং’ শীর্ষক সেমিনার

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘মর্ডান টেকনোলজি ইন গার্মেন্টস ওয়াশিং’ শীর্ষক এক সেমিনার গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: নূরল আনোয়ার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ক্যানপার্ক অ্যান্ড রিজেন্সি লিমিটেডের ফ্রেবরিক টেকনোলজি, সোর্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফুল হক চৌধুরী।
ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর নূরল আনোয়ার বলেন, আমাদের দেশের টেক্সটাইলের চাকরির বাজার বিদেশীদের দখল মুক্ত করতে শিার্থীদের আরো বেশি প্রযুক্তিগত দতা বাড়াতে হবে।
প্রধান বক্তা মো: আশরাফুল হক চৌধুরী বলেন, তত্ত্বীয় শিার পাশাপাশি কারিগরি জ্ঞানেও সমৃদ্ধ হতে হবে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কারিগরি শিার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ বলেন, শিার্থীদের ভবিষ্যৎ গঠনে এই ধরনের সেমিনারের কোনো বিকল্প নেই।
মূল প্রবন্ধ উপস্থাপন ও বিষয়ভিত্তিক আলোচনা শেষে মো: আশরাফুল হক চৌধুরী শিার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement