২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরস উপলক্ষে চসিকের মেয়রের ভ্যান গাড়ি হস্তান্তর

-

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সমাজের অসহায় গরিব পঙ্গু মানুষের কল্যাণে সেলাই মেশিন বিতরণ, রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবা, খৎনা ক্যাম্প, লাশ রাখার আইস বক্স বিতরণ, মহিলার লাশ গোসল প্রশিক্ষণ, মসজিদে ফ্যান বিতরণ ও সিটি করপোরেশন এলাকায় আবর্জনা পরিবহনে ভ্যান গাড়ি প্রদানের মতো মহতী কর্মসূচি পালন করে যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তা সত্যি প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদের সামাজিক দায়িত্ববোধ থেকে সমাজ ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী আসন্ন ২৬ আশ্বিন ওরস উপলক্ষে ভ্যান গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চসিক বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এম মাকসুদুর রহমান হাসনু। সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহসিন, সংগঠনের এস এম সাহাবুদ্দীন, শামসুল আলম, ওমর ফারুক, সাইফুর রহমান, শহীদুল ইসলাম, ডা: কামরুল হাসান, মেজবাহ উদ্দিন, সুজাউদ্দিন, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন জ্যাকি, রেজাউল করিম রেজা প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement