২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
ব্যারিস্টার ইসমাইল ওয়েলফেয়ার ট্রাস্টের যাত্রা শুরু

শিা বিস্তারে ব্যারিস্টার ইসমাইলের অবদান যুগ যুগ ধরে স্মরণ করবে এলাকাবাসী

-

মুনিরনগর ওয়ার্ডের মুন্সিপাড়ায় শিা বিস্তারে অনন্য অবদান রাখা ব্যারিস্টার ইসমাইলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শিা বিস্তারের েেত্র এলাকাবাসীকে সহযোগিতা দিতে গঠন করা হয়েছে ব্যারিস্টার ইসমাইল ওয়েল ফেয়ার ট্রাস্ট। সম্প্রতি এ ট্রাস্টের উদ্বোধন করেন তার স্ত্রী ও ছেলেসহ এলাকাবাসী। তারই হাতেগড়া বিদ্যালয় প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৭ নং মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর মো: শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ইসমাইলের সহধর্মিণী লুৎফুন নাহার বেগম। বক্তব্য রাখেন তার সন্তান ডাক্তার তারিকুল ওমর ইসমাইল, ওমর কৈয়ম ইসমাইল, নূর উদ্দিন ইবনে রফিক, ডা: খাস্তগীর সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক শাহনাজ আক্তার, আবদুল্লাহ আল নোমান, জরিনা মফজল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্য বাবু বিজয়চন্দ্র নাথ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোরশেদ ও জাহেদ হোসেন। বক্তারা বলেন, ব্যারিস্টার ইসমাইল হাজার প্রতিবন্ধকতাকে উপো করে নিজেকে গড়েছেন সোনার মানুষ হিসেবে। তিনি এলাকাকেও সোনার মতো করে গড়ে তোলার জন্য আমৃত্যু চেষ্টা করে গেছেন। মুন্সিপাড়া নয় পুরো ওয়ার্ডের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যারিস্টার ইসমাইল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নানা অবদান রেখে গেছেন। সভাপতির বক্তব্যে কাউন্সিলর শফিউল আলম বলেন, মুন্সিপাড়াসহ মুনিরনগর ওয়ার্ডের উন্নয়ন অগ্রগতি, শিা বিস্তারে ব্যারিস্টার ইসমাইল, কাউন্সিল জাকারিয়া, রফিক আহমদসহ যারা অবদান রেখে গেছেন তাদের আজ স্মরণ করার সময় এসেছে।

 


আরো সংবাদ



premium cement