২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

১২০০ শিার্থীর মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

-

নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রোটারি কাব অব চিটাগং এলিটসের উদ্যোগে বিদ্যালয়ের ১২০০ শিার্থীর মাঝে ফলদ ও বনজ গাছ বিতরণ অনুষ্ঠানটি কাব সভাপতি মো: নওশাদ চৌধুরী মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর প্রথম মহিলা জেলা গভর্নর দিল নাশি মোহসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী জোনের কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি রিজুয়ান সাঈদী, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক ও স্কুল সভাপতি ওমর ফারুক, কলেজ প্রিন্সিপাল অধ্যাপক গিয়াস উদ্দীন, ডেপুটি গভর্নর ওমর আলী ফয়সাল, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আসিফ আহমেদ মৃধা ও মোজাহেদ বিন আলম, প্রেসিডেন্ট ইলেক্ট আমিনুল হক বাবু, জিয়া উদ্দীন হায়দার শাকিল, টিপু সুলতান, মিরাজ উদ্দীন এফ আহম্মদ, রোটারেক্টর আরিফ, মিসকাত, মামুন, জনি, তাজভির, রাকিব, সিনান ও কানিজ প্রমুখ। প্রধান অতিথি বলেন, এই শহুরে শিার্থীদের আন্তরিক স্পর্শে শহরের প্রত্যেকটি ছাদ ও বারান্দা যেনো হয় এক একটি সবুজ বাগান, আমরা যেনো নিঃশ্বাস নিতে পারি বুক ভরে।


আরো সংবাদ



premium cement