২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিার্থী সংবর্ধনা

-

ঐতিহ্যবাহী চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে। অধ্য হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ডিএমডি ও চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন রিমা ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক বাহার উদ্দিন মো: জোবায়ের।
প্রধান অতিথি বলেন, ‘দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আন্তরিক হওয়াই শিার্থীর ল্য হওয়া উচিত।’ বিদ্যালয়ের সহকারী শিক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্য মোহাম্মদ সিকান্দার, কাজী আবু সুফিয়ান, আল ফারুক হোসেন, ইয়াসমিন আকতার, এহছান মো: ফরহাদ, মো: সালাহ উদ্দিন, শামীম উদ্দিন প্রমুখ। বক্তারা চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ১০০ শতাংশ শিার্থী উত্তীর্ণ হওয়ায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এ প্লাস প্রাপ্ত ১৪ জন শিার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেয়া হয়।


আরো সংবাদ



premium cement