০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

অবশেষে মুখরক্ষা যুক্তরাষ্ট্রের, সিনেটেও পাশ ঋণসীমা বৃদ্ধির বিল

অবশেষে মুখরক্ষা যুক্তরাষ্ট্রের, সিনেটেও পাশ ঋণসীমা বৃদ্ধির বিল - ছবি : সংগৃহীত

হাউজ অফ রিপ্রেসেন্টেটিভসের পরে মার্কিন সিনেটেও পাশ হলো ঋণসীমা বৃদ্ধির বিল। এই আবহে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন করে ঋণ নিতে পারবে ওই দেশের সরকার। আর এই সিদ্ধান্তের জেরে কোনোক্রমে মুখরক্ষা হলো বাইডেন প্রশাসনের। এই বিল পাশ হওয়ায় যুক্তরাষ্ট্রের ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ৩১৪-১১৭ ভোটের ব্যবধানে গৃহীত হয়েছিল এই ঋণসীমা সংক্রান্ত বিল। আর গতরাতে সিনেটেও পাশ হয়েছে বিলটি। সিনেটে উপস্থিত ৬৩ জনের মধ্যে ৩৬ জন বিলের পক্ষে ভোট দেন। এই আবহে নয়া বিল অনুযায়ী, ঋণসীমা দুই বছরের জন্য বাড়ানো হবে ওই দেশে। এই বিল পাশ না হলে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের অর্থ ফুরিয়ে আসত।

আয়ের চেয়ে মার্কিন সরকার বেশি ব্যয় করে থাকে। এই আবহে বিভিন্ন দেশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের থেকে ঋণ নিয়ে থাকে মার্কিন সরকার। তবে এই ঋণ নেয়ার একটি সীমা ধার্য করা আছে। ৩১.৪ লক্ষ কোটি ডলারের বেশি ঋণ নিতে পারবে না আমেরিকা। তবে এ বছরের শুরুতেই এই সীমা ছুঁয়ে ফেলে আমেরিকা। এদিকে মার্কিন অর্থ ভাণ্ডারে দেখা দেয় ডলারের আকাল।

এদিকে আগামী বছরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই আবহে রাজনৈতিক কারণে কর বাড়িয়ে সরকার আয় করতে পারবে না। তবে প্রশাসন এবং অর্থনীতিকে সচল রাখতে তাই আরো অর্থের প্রয়োজন। এই আবহে রিপাবলিকানদের দ্বারস্থ হন বাইডেন। দেশের স্বার্থে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা মিলে এই ঋণসীমা বৃদ্ধির বিল পাশ করাল মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই।

উল্লেখ্য, কোভিডের পর থেকেই মার্কিন সরকারের ব্যয়ের পরিমাণ আরো বেড়ে গিয়েছিল। এই আবহে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে পারেনি আমেরিকা। প্রশাসনিক কাজ চালিয়ে যেতেই আমেরিকার প্রয়োজন ১.৭ হাজার কোটি ডলার। এই আবহে আর্থিক সঙ্কটের মুখে পড়ে আমেরিকা। তবে এর আগে বিগত ৬ দশকে এমনটা হয়েছে ৭৮ বার। প্রতিবারই রাজনৈতিক বিরোধ ভুলে একে অপরের সাথে হাত মিলিয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা।

এদিকে বিশ্ব বাণিজ্যের লেনদেনের ৮০ শতাংশ ক্ষেত্রেই অর্থ পরিশোধের জন্য ব্যবহার হয়ে থাকে মার্কিন ডলার। তা সত্ত্বেও নিজেরা অর্থসংকটে পড়েছিল আমেরিকা। এই মুহূর্তে আমেরিকার মাথায় চেপে রয়েছে মোট ৩১.৮ লক্ষ কোটি ডলারের ঋণের বোঝা। জাপানের থেকে তারা সর্বোচ্চ ১.১ লক্ষ কোটি ডলারের ঋণ নিয়েছে। এদিকে চীনের কাছ থেকেও ৮৬ হাজার কোটি ডলারের ঋণ রয়েছে আমেরিকার। ভারতের থেকে নেয়া মার্কিন ঋণের পরিমাণ ২৩.২ হাজার কোটি ডলার।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


আরো সংবাদ



premium cement
হলফনামায় সম্পদের হ্রাস-বৃদ্ধি, খতিয়ে দেখার দায়িত্ব কাদের প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত বরিশালে একইসাথে ৪ বিদ্যালয়ে ভর্তির আবেদন, অতঃপর ভর্তি গাজায় ইসরাইলের পুনরায় হামলায় জামায়াতের নিন্দা যে একাদশ নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরিয়ে আনা হবে সরকারের স্বপ্নের বাস্তিল দুর্গের পতন অনিবার্য শীতে নতুন সঙ্কটে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইইউর সাহায্যে অনিশ্চয়তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন- এটিই আমাদের মূল বিষয় নেতানিয়াহু, আপনি মিথ্য বলছেন : বন্দী পরিবারের ক্ষোভ

সকল