১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


লাইব্রেরিতে বই ফেরত এলো ১০০ বছর পরে! জরিমানা দেড় লাখ টাকা

লাইব্রেরিতে বই ফেরত এলো ১০০ বছর পরে! জরিমানা দেড় লাখ টাকা - ছবি : সংগৃহীত

লাইব্রেরিতে বইটি ফেরত এলো ১০০ বছর পরে! হ্যাঁ, কোনো মজার কথা নয়। এমন কাণ্ডই ঘটেছে জো বাইডেনের দেশে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরিতে বই ফেরত এলো প্রায় ১০০ বছর পরে। ওই গ্রন্থাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা এমন একটি বই ফেরত পেয়েছেন, যেটি প্রায় ১০০ বছর আগে ওই গ্রন্থাগার থেকে পড়ার জন্য ধার নেয়া হয়েছিল!

যেকোনো লাইব্রেরিতেই সাধারণত ১৫ দিনের মাথায় বই ফেরত দেয়া বিধি থাকে। না হলে বিলম্ব জরিমানা গুণতে হয়। কোনো গ্রন্থাগার থেকে বই নেয়ার পর খুব বেশি দেরি হলে সাধারণত তা কয়েক মাসের মধ্যেই ফেরত দেয়া হয়। না হলে জরিমানার পরিমাণ অনেকটা বেড়ে যায়! কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই পাবলিক লাইব্রেরিতে যা ঘটল, তা অবাক করাই বটে! লাইব্রেরিতে ফিরল ১০০ বছর আগে ধার নেয়া বই!

কী এমন বই, যা পাঠক এত দিন ফেরত দেননি?

একেবারে বিখ্যাত হয়ে পড়া ওই বইটি হলো 'আ হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস'। লেখক বেনসন লসিং। মোটামুটি ১৮৮১ সাল নাগাদ বইটি প্রকাশিত হয়েছিল বলে জানা গিয়েছিল।

বিলম্ব জরিমানা কত পড়ল?

সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরির পরিচালক জানিয়েছেন, বই ফেরত দিতে দেরি হলে তারা কোনো জরিমানা করেন না। যদিও বই ঠিক সময়ে ফেরত দেয়া না হলে অনেক গ্রন্থাগারই জরিমানা করে থাকে। তবে যদি এ বইটির জন্য লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা করতেন, তবে ওই সদস্যকে জরিমানা বাবদ গুণতে হতো ১৪১৩ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা এক লাখ ৫১ হাজার টাকার বেশি!

বইটি দেয়ার পরে গ্রন্থাগারের নথিতে উল্লেখ করা হয়েছিল, এটি ফেরত দেয়া হবে ১৯২৭ সালের ২১ ফেব্রুয়ারি। এরপর মাসের পর মাস বছরের পর বছর গড়িয়ে গেছে। বইটি আর জমা পড়েনি। সম্প্রতি এক ব্যক্তি বইটি গ্রন্থাগারে ফেরত দিয়েছেন। তবে বইটি ঠিক কে ধার নিয়েছিলেন গ্রন্থাগারের নথি থেকে তা স্পষ্ট করে বোঝা যায়নি। একটা নাম পাওয়া গেছে, তবে ওই নামটি নিয়ে খুব নিশ্চিত নয় লাইব্রেরি।
সূত্র : জি নিউজ

 


আরো সংবাদ



premium cement
তামিমের দ্বিতীয় ফিফটি, বড় সংগ্রহের ভিত গড়ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বম উজিরপুরে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তামিমের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত শুরু নাটোরে এক প্রার্থীর সমর্থককে মারপিট করায় অপর প্রার্থী গ্রেফতার বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে নিউজিল্যান্ডের ওপেনার কক্সবাজারে ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় : গয়েশ্বর চন্দ্র রায় দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা, বিপাকে দেড়শতাধিক কৃষক রেলপথ উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করল চার দেশ

সকল