০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ক্ষতিগ্রস্ত সিরিয়াকে সহায়তা করলেও আসাদকে নয় : যুক্তরাষ্ট্র

ক্ষতিগ্রস্ত সিরিয়াকে সহায়তা করলেও আসাদকে নয় : যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, তারা সিরিয়ায় ভূমিকম্পে ত্রাণ সরবরাহের জন্য অংশীদারদের সাথে কাজ করলেও দামেস্ক সরকারের সাথে কাজ করার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে।

যুক্তরাষ্ট্র আরো বলেছে, তারা ন্যাটো মিত্রের কাছে দুটি উদ্ধার দল পাঠানোর পর তুরস্ককে আরো সহায়তা পাঠানোর আশা করছে। তারা রোববারের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, ‘সিরিয়াতেই মার্কিন অর্থায়নে পরিচালিত আমাদের অংশীদার রয়েছে। আর তারা সেখানে জীবন রক্ষাকারী সহায়তার সমন্বয় করছে।’

তিনি বলেন, ‘আমরা সিরিয়ার মানুষকে এই বিপর্যয় থেকে পুনরুদ্ধারে সাহায্য করার জন্য সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক যেভাবে আমরা সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রধান মানবিক দাতা ছিলাম।’

‘আমি এখানে জোর দিয়ে বলতে চাই যে, এই তহবিলগুলো অবশ্যই যেন সিরিয়ার জনগণের কাছে যায়, শাসকের কাছে নয়। সিরিয়ার শাসকের ব্যাপারে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’

সিরিয়া ও তুরস্কের কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার অনেক শক্তিশালী ভূমিকম্পে দুই দেশে ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement