০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মুসলিমবিরোধী প্রার্থীকে হারিয়ে দিলেন ফিলিস্তিনি তরুণী

রোয়া রুম্মান - ছবি - সংগৃহীত

বর্ণবাদী ও মুসলিমবিরোধী প্রার্থীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সরকারি দফতরে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন একজন ফিলিস্তিনি আমেরিকান তরুণী। চলতি সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে জয়ী হন তিনি।

প্রগতিশীল গণতন্ত্রপন্থী ২৯ বছর রয়সী ওই তরুণীর নাম রোয়া রুম্মান। তিনি জর্জিয়া জেনারেল অ্যাসেম্বলির হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ডিস্ট্রিক-৯৭’র প্রতিনিধিত্ব করবেন।

রুম্মান নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী জন ক্যানকে হারিয়েছেন, যার বিরুদ্ধে বর্ণবাদ এবং ভোটারদের সাথে মুসলিমবিদ্বেষী আচরণ করার অভিযোগ রয়েছে।

রোয়া রুম্মান আরব নিউজকে বলেন, জেলার বেশিরভাগ মানুষ প্রচারণার সময় তাকে সমর্থন করেছে এবং নিরাপত্তা দিয়েছে যখন প্রতিপক্ষ জন ক্যানের হুমকির মুখে পড়েছেন। ক্যান নিজেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকান গ্রেট এগেইন’ স্লোগানকে ধারণ করে ‘মেগা রিপাবলিকান’ বলে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, ‘আমি আমার জেলার কমিউনিটির মাঝে সম্প্রতির বাড়াতে সক্ষম হয়েছি। বিশেষ করে রক্ষণশীলদের মাঝে, যারা আমাকে সমর্থন করেছে এবং বিরোধীদের আক্রমণ থেকে সুরক্ষা দিয়েছে।’

ওইসব সমর্থকদের তিনি ধন্যবাদ জানান যাদের সহযোগিতায় তিনি প্রচারণায় বিরোধীদের বিদ্বেষ এবং ইসলামবিরোধীদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করছি কেননা আমি এমন একটি কমিউনিটিতে বসবাস করি যারা আমার প্রতি আন্তরিক এবং আমাকে ভালোবাসে।’

ডিস্ট্রিক-৯৭’র ৪০ ভাগ শ্বেতাঙ্গ এবং সেখানে উল্লেখযোগ্য মুসলমান রয়েছে। যারা আফ্রিকান ও এশীয় আমেরিকান মুসলমান।

রুম্মানের মা-বাবা ফিলিস্তিনি। তিনি জর্দানের আম্মানে জন্মগ্রহণ করেন। তার দাদা ফিলিস্তিনি শরণার্থী ছিলেন। ২২ বছর আগে তার মা-বাবা আটলান্টায় চলে আসেন। তখন তার বয়স ছিল সাত বছর।

মঙ্গলবারের নির্বাচনে আরো তিনজন মুসলিম আমেরিকান প্রার্থী হয়ে জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে ইতিহাস সৃষ্টি করেছেন।

শেখ রহমান, যিনি ২০১৮ সালে জেনারেল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন।

নাবিলা ইসলাম প্রথম নারী মুসলিম হিসেবে স্টেট সিনেট নির্বাচিত হন।

এছাড়া ফরুক মুঘল হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হয়েছেন, যেখানে রোয়া রুম্মান প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল